oracle.samu@googlemail.com
গতকাল হাওজ-মেটদের কল্যানে অসাধারন একটা মুভি দেখলাম। খোদা কে লিয়ে (For the sake of God), ২০০৭ সালের জুনে মুক্তিপ্রাপ্ত মুভিটি পাকিস্তানের এ যাবত কালের ২য় সর্বোচ্চ ব্যাবসা সফল মুভি। মুভির কাহিনীকার, পরিচালক ও প্রডিওসার শোয়েব মনসুর ছবিটি মুক্তির কিছুদিন পূর্বেই স্বপরিবারে পালিয়ে যুক্তরাষ্ট চলে যান। ব্যাপক আলোচিত সমালোচিত এই মুভি ইতিমধ্যেই অনেকগুল পুরষ্কার জয় করে নিয়েছে
2008 Lux Style Awards:
* Best Film
* Best Actor - Shaan
* Best Actress - Iman Ali
* Best Soundtrack
31st Cairo International Film Festival
* Silver Pyramid Award for Best Picture
Roberto Rossellini Award (Italian film industry)
* Best Film
Fukuoka Audience Award (Japan)
* Best Film
Asian Festival of First Films
* Swarovski Trophy for Best Cinematography
Silver Pyramid Award from the Cairo International Film Festival for 2007
মুভিতে পাকিস্তানের গোড়া ইসলামি সম্প্রদায়ের প্রতি এমন কিছু মেসেজ দেয়া হয়েছে যে পাকিস্তান সোবিজের অন্যতম প্রভাবশালী ব্যাক্তিকে প্রন ভয়ে পালিয়ে যেতে হয়েছিল।
শোয়েব মনসুর the self proclaimed 'show man' (বায়ে)
ছবির কাহিনী শুরু হয়েছে পাকিস্তানের এক মধ্যবিত্ত সংগীত প্রেমী পরিবারকে ঘিরে।
ঘটনা প্রবাহে দুই সংগীত পিপাসু ভাইয়ের ছোট জন পড়ে যায় কিছু কাঠমোল্লার পাল্লায়। কাঠমোল্লাদের নেতা আবার বেজায় স্মার্ট ফুট-ফাট ইংলিশ ঝাড়ে। মস্তিষ্ক এমন ভাবে ধোলাই করা হয় যে জিন্স-টিশার্ট গিটার হাতের উচ্ছাল তরুন সারমাদ অস্ত্র হাতে আফগান সীকান্তে তালেবান জঙ্গী বাহিনীতে নাম লেখায়।
সারমাদের চাচা ৩০ বছর ধরে বিলেত প্রবাসী, নিজে লীভ-টু-গেদার করছে এক ইংরেজ মহিলার সাথে অথচ নিজের প্রপ্ত বয়স্ক মেয়েকে খৃষ্টান ছেলের হাতে তুলে দিতে তার চরম আপত্তি। নিজে ধর্ম-কর্ম না মানলেও মেয়ে 'মেরির' ধর্মহীন হয়ে পড়া নিয়ে এমই পেরেশান যে তার জীবন নাশেও পিছ-পা হয় না।
অবশেষে মেয়েকে ভুলিয়ে পাকিস্তানে এনে জংগী ভাগনের সাথে জোড় করে বিয়ে দিয়ে রেখে আসে আফগান পাহাড়ে।
অপর দিকে সারমাদের বড় ভাই সংগীতে উচ্চতর শিক্ষা নিতে পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে। খ্রিষ্টান সহপাঠিনীর সাথে প্রেম; অতপর বিয়ে কিন্তু এরই মাঝে ৯/১১ এর পর ক্ষেপে যাওয়া এফবিআই এর পাল্লায় পড়ে নাজেহাল। শুরু হয় আলকায়েদা বানাবার আপ্রান শেষ্টা।
এদিকে মেরি পালিয়ে যায় সারমাদের কাছ থেকে কিন্তু শেষ রক্ষা হয় না, ধরা পড়ে মেরি।
অবশেষে আফগান সীনান্তে সম্মুখ সমরের মুখমুখি হয়ে সারমাদ তার ভুল বুঝতে পারে, রক্ত আর লাশ দেখে তার ঘোড় কাটে। এরই মধ্যে মেরির চিঠি পৌছায় বিলেতের প্রেমিকের হাতে। অবশেষে ব্রিটিস সরকারের হস্তক্ষেপে মেরি ও সারমাদকে মুক্ত করা হয় জংগী সংগঠনের কবল থেকে কিন্তু ততদিনে মেরি অন্তসত্ত্বা। ফলে মেরির আর ফেরা হয় না ইংল্যান্ডে, থেকে যার পাকিস্তানে।
ঐদিকে এফবিআই এর হাত থেকেও মুক্তি মেলে সারমাদের বড় ভাইয়ের, অকথ্য নির্যাতনে সে তখন মৃত প্রায়।
শেষ দৃশ্যে সারমাদ আবারও গীটার হাতে কন্ঠে গানে তোলে; আবারও যায় ঐ কাঠমোল্লার মসজীদে তবে এবার পড়নে জিন্স-টিশার্ট; যার আযানের মধুর ধ্বনী ছরিয়ে যায় চার দিকে, যেন বলতে চায় শোন হে মানুষ, ইসলাম শান্তি ও সহনশীলতার ধর্ম। কিন্তু ধর্মীয় গোড়ামি শুধু তোমাকে অন্ধকারেই নিক্ষেপ করবে; ইসলাম মানে আলো, অন্ধকার নয়।
My favorite song
ধর্ম আর ধর্মীয় গোড়ামি এক জিনিস নয়। আমাদের উচিত স্ব-স্ব ধর্মকে গভীর ভাবে জানা।
রেফারেন্স:
১।
http://en.wikipedia.org/wiki/Khuda_Ke_Liye
২। http://en.wikipedia.org/wiki/Shoaib_Mansoor
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।