আমার বন্ধু পল্লবীর উৎসাহে আমি বাংলাদেশ বেতার এ কাজ শুরু করেছি প্রায় দুই মাস হলো। আমি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পন এ উপস্থাপনার কাজ করছি। যেদিন আমার বেতার এ কাজ থাকে সে সকালটা আমার খুব ভালো লাগে। যেমন আজকের সকালটা। কি সুন্দর! একটুকরো মেঘ সকাল থেকেই যেন আমার ভালো লাগার কথা বলছিলো।
মেঘটা ছিলো ভীষন দুষ্টু! এই আসে এই যায়! আর অফিস এ এসে বসতেই মনে হলো..এইবার মনে হয় ঝরবে..!
কোথায় কি ! এখনো বৃষ্টি এলো না! যাই হোক..বেতারের কথা বলছিলাম।
আজ আমার সাথে দর্পণে কাজ করেছেন কলিম ভাই। উনিই আমাকে সহায়তা করেছিলেন অডিশন এর ব্যাপারে। আজ তার সাথে প্রথম কাজ করলাম। খুব ভালো লাগলো..উনি খুবই আন্তরিক।
আমার প্রথম লেখা পল্লবী ও কলিম ভাইয়ের জন্য। আজকের বৃষ্টি টুকু তাদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।