এই বাংলায় রবীন্দ্রনাথ করেছে বিশ্বজয়
এই বাংলায় নজরুল লেখে বিদ্রোহী ডালাময়
এই বাংলায় বিদ্যাসাগর যুগের সূচনা
সত্যজিতের ‘পথের পাঁচালী’ ইতিহাস রচনা।
এই বাংলায় সালাম রফিক বরকত তোরই ছেলে
ভাষার জন্য বারুদের মুখে এগোয় হেসে খেলে।
সূর্য্য-সন্তানেরা তোরই রত্নগর্ভা তূড়ি
মা মাগো মা…তুই দুঃখ, তুই সুখ,
তুই ধন্য, তুই হাসি, শ্রেষ্ঠতমা প্রিয়মুখ। ।
মাগো তোর ছেলে জহির বানালো ‘জীবন থেকে নেয়া’
আলতাফ-গফফর করে গান সময় পালটে দেয়া
তোর মেয়ে ইলা মিত্র রান্নাঘর থেকে বেরিয়ে
হাতে তুলে নেয় মারণাস্ত্র মুক্তি চেতনা নিয়ে।
‘স্বৈরাচারী, তার দেশ ছাড়ি’ বুকে লেখে নূর হোসেন
রবি শংকর তার বাদনে তোর কথা ভেবে কাঁদে। ।
জীবনানন্দ আর সুকান্ত তোর প্রেমে কত লেখে
লতিফের গাওয়া একুশের গান মনে দাগ গেছে রেখে
দুইশ বছর পরাধীনতার ব্যারিকেড ভাঙে যারা
তোরই গর্ভের তোরই স্নেহের সূর্য্য-সন্তানেরা।
রণাঙ্গনে হানাদারকে হটায় মুক্তিসেনা
ব্যারিকেড আর কাঁটাতার তাকে রুখতে তো পারবে না। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।