আমাদের কথা খুঁজে নিন

   

ওজোন স্তরে ফুটো



সবচেয়ে কম দূষণের এলাকা হচ্ছে দক্ষিণ মেরু অঞ্চল। অথচ সেখানকার আকাশের ওজোন স্তরে দেখা দিয়েছে ফুটো। কেন এমনটি হলো? ঠিক ফুটো বা গর্ত বলতে যা বোঝায় তা এখনও দক্ষিণ মেরুর আকাশে দেখা যায়নি। তবে দক্ষিণ ও উত্তর মেরুর আকাশেই ওজোন স্তর মাত্রাতিরিক্ত হাল্কা হয়ে এসেছে। এ ছাড়াও এই দুই অঞ্চলে ওজোন স্তরের হালকা হবার গতিও দ্রুত।

যেসব দূষণের কারণে ওজোন স্তর ধ্বংস হয় তার বড় একটি কারণ হচ্ছে বায়ুমন্ডলে ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসির আস্তরণ জমা হওয়া। এই সিএফসির জীবন চক্র বেশ দীর্ঘ। তাই বায়ুমন্ডলে মিশে গিয়ে যেখান থেকে নিঃসরণ হয় সেখান থেকে অনেক দূরে মেরু অঞ্চলের বায়ুমন্ডলে গিয়ে তা জমা হচ্ছে। ফলে সিএফসি স্তর যত ঘন হচ্ছে ওজোন স্তর ক্রমশ তত হালকা হচ্ছে। আর এজন্য উত্তর আর দক্ষিণ মেরুর ওজোন স্তর সবচেয়ে ঝুঁকির মুখে পড়েছে।

এ ছাড়াও এই দুই অঞ্চলে যেহেতু তাপমাত্রা সবচেয়ে কম তাই ওজোন ও দূষণের বিক্রিয়াও ঘটছে দ্রুত ও তীব্র হারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।