আমাদের কথা খুঁজে নিন

   

দেখুনতো, গেমসটি কি চেনা চেনা লাগে?


ক্যাডিলাক্স এন্ড ডাইনোসর (মোস্তাফা নামেও ব্যাপক পরিচিত)। বাংলাদেশে ভিডিও গেমসের ধারণাই পাল্টে দিয়েছিল এই গেমস। ১৯৯৩ সালে প্রথম গেমটি বাজারে আসে। ১৯৯৪ সালে প্রথম গেমটি খেলি। সেই শুরু....।

আমার কোন নেশাই সাধারণত স্থায়ী হয়না; অথচ ১৯৯৪ থেকে টানা ২০০০ সাল পর্যন্ত গেমটির নেশায় বুঁদ হয়ে ছিলাম। স্কুল পালিয়ে, টিউশনি ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি ভিডিও গেমসের দোকানে। সকাল-বিকাল এ গেম না খেললে ঘুম হারাম হয়ে যেত। সেসময় ভাবতাম এ গেম ছাড়া আমার পক্ষে কোন দিনই সম্ভব নয়....অথচ কম্পিউটার কেনার পর যখন গেমটি হাতের নাগালে পেলাম তখন থেকেই গেমসের নেশা আস্তে আস্তে কমতে থাকে। অনেকদিন পর আজ হার্ডডিস্কের কোনায় গেমটা দেখতে পেয়ে কিছুটা নষ্টালজিক হয়ে গেলাম....ফিরে গেলাম ১৫-১৬ বছর আগের সেই দিনগুলোতে যেখানে মোস্তফা, হান্না, জ্যাক কিংবা মেস ছিল আমার নিত্যসঙ্গী।

মনে পড়ে গেল বস মেরে ফেলার পর মোস্তফার সেই বিখ্যাত উক্তি-- "Bad To The Bone!" কিংবা হান্নার চোখ টিপ্পনি "What A Wimp!" যারা এখনও পুরনো নেশার স্বাদ আরেকবার নিতে চান তারা যাউনলোড করুন গেমসটি এখান থেকে বি.দ্র. আমার প্রিয় খেলোয়াড় কিন্তু হান্না
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।