দুটি তারা, এক ডালা মেঘে আর
কয়েক টুকরো আকাশ দেব তোমায়
দেনমোহর প্রিয়া! তুমি কি আরো কিছু চাও?
যদি পুরো নায়েগ্রা জলপ্রপাত নিয়ে আসি
ছুঁয়ে দিতে তোমার গুল্মভার দেহলতা, তুমি
কি হাসবে না তখনো একটুখানি মৃদু বাসন্তি?
প্রকৃতই উন্মাদ আমি, যখন তরল হও।
নিরন্তন গোধূলীতে নিমগ্ন হয়ে পড়ি
যদি তাকাও আড়চোখে।
নাহ! হচ্ছে না ততটা দেয়া তোমায়
যতটা দিলে কাঙ্গাল হয়ে যাবো
তোমায় খুঁজে পেতে।
তবে কি তুমি গোলাপ চাও! আমার শরীরের তাবৎ
রক্ত সিঞ্চিত, উর্বরতার সন্ধান দিতে পারা
একটা মাত্র বিশুদ্ধ গোলাপ?
দূর নীলিমের স্বপ্ন? পরিশ্রমী পিঁপড়ের
মত হৃদয়ের ভাঁজে জমিয়ে রাখা
শস্য দানা ও উপকথার মত গল্প?
প্রেমময় মৌসূমী বায়ু, হিমালয় শিখরের মত আয়ু
এবং বুকের ভেতরকার স্বর্গ দেব তোমায়
দেনমোহর প্রিয়া! তুমি কি আরো কিছু চাও?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।