‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির একটি আইটেম গানে মাধুরীকে সহ-অভিনেত্রী হিসেবে পেয়ে রণবীর যেন হাওয়ায় ভাসছেন। সম্প্রতি মাধুরী দীক্ষিতের প্রতি নিজের ভালো লাগার কথা জানাতে গিয়ে বলিউডের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর বলেছেন, ‘আমার হূত্স্পন্দন শুধুই একজন নারীর জন্য। আর তাঁর নাম হলো মাধুরী দীক্ষিত। ’
নিজের ‘স্বপ্নকন্যা’ হিসেবেও তিনি উল্লেখ করেন এক সময়ের পর্দা কাঁপানো বলিউডের অভিনেত্রী মাধুরীর নাম। এর আগে একাধিক সহ-অভিনেত্রীর সঙ্গে রণবীরের প্রেমের খবর চাউর হলেও তাঁদের কারও সঙ্গে স্রেফ বন্ধুত্বের বাইরে আর কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেন ‘চকোলেট বয়’ রণবীর।
এক খবরে এমনটিই জানিয়েছে ‘পিটিআই’।
রণবীরের ভাষ্য অনুযায়ী, ‘আমার অভিনীত সব ছবির সহ-অভিনেত্রীকে বন্ধু বলেই ভেবেছি। তাঁদের সঙ্গে কাজ করেছি বলেই প্রেমের সব কাল্পনিক খবর ডালপালা মেলেছে। ’ কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাধুরী পর্দায় হাজির হলেই সবদিকে যেন আলো ছড়িয়ে পড়ে। ’
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির একটি আইটেম গানের শুটিং শেষে উচ্ছ্বসিত রণবীরের মন্তব্য, ‘ছেলেবেলা থেকেই মাধুরীর সঙ্গে নাচার স্বপ্ন দেখতাম।
শৈশবের সেই স্বপ্ন পূরণের পথ খুলে দিয়েছে এই ছবিটি। মাধুরীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। ’
রণবীর আরও বলেন, ‘ছবির পরিচালক অয়ন মুখার্জিকে আইটেম গানটির শেষের দিকে একটি চুমুর দৃশ্য রাখার অনুরোধ করেছিলাম। এক রকম ঘুষ দিয়েই অয়নকে রাজি করিয়েছি। শেষ পর্যন্ত মাধুরীর গালে চুমু খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে।
জানি না, জীবনে এমন দারুণ সুযোগ আর আসবে কি না! দৃশ্যটি ঠিকঠাকমতো ক্যামেরাবন্দী করার জন্য চারবার রিটেক দিতে হয়েছে। ’ রিটেক প্রসঙ্গে রণবীর বলেন, ‘সত্যি বলছি, আমি ইচ্ছে করে কোনো ভুল করিনি। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।