এশিয়ান নিউজ সার্ভিস জানায়, টুইটার ব্যবহারের পক্ষপাতি নন রণবীর। ৩০ বছর বয়সী ওই অভিনেতা বলেন, “টুইটারের নেতিবাচক অনেক বিষয় রয়েছে। আর তাই টুইটার থেকে দূরে থাকতে চাই আমি। ”
টুইটারের প্রতি তার অনিহার মূল কারণ খোলাখুলিভাবে জানাননি ‘বারফি!’-খ্যাত ওই অভিনেতা। তবে তিনি বলেন, “দেখা যায় টুইটারে অর্ধেক ভক্ত আমার প্রশংসা করবে এবং অর্ধেক ভক্ত আমাকে অপমান করবে।
সুতরাং হয় সেটা আমার মস্তিষ্কে জমা হবে অথবা আমাকে আঘাত করবে। এই বিষয় পছন্দ নয় আমার। আর তাই টুইটার থেকে দূরে থাকতে চাই আমি। ”
‘বেশরম’ অভিনেতা জানান, তিনি তার সিনেমা এবং সাক্ষাৎকারে বিষয়টি সম্পর্কে জানাবেন সবাইকে।
দিওয়ালির প্রায় ১ মাস আগেই সম্প্রতি বাবা ঋষি কাপুর এবং মা নিতুর সঙ্গে টাইমস স্কয়ারে দিওয়ালি উদ্যাপন করেছেন ওই অভিনেতা।
২৩ সেপ্টেম্বর মহারাষ্ট্র টুরিজম টাইমস স্কয়ারে দিওয়ালির আয়োজন করে। সেখানে দেশি বিদেশি দর্শনার্থীরা দিওয়ালি পালন করেন। অনুষ্ঠানে গায়ক শংকর মহাদেভানও উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।