আমাদের কথা খুঁজে নিন

   

সমাধান পোস্ট: যে পদ্ধতিতে দুদিন পর সামুতে ঢুকলাম

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

প্রায় দুদিন পর সামুতে ঠিকমতো ঢুকলাম। এর আগে অবশ্য একবার কোনোমতে ঢুকতে পেরেছিলাম, কিন্তু লগআউট করার পর আবার সেই পুরনো ঝামেলা শুরু হলো।

দুনিয়ার সব সাইট ওপেন হয় (ফেসবুক ছাড়া) কিন্তু সামু ওপেন হতে চায় না। ফায়ারফক্স, পাইরেটেড ইন্টারনেট এক্সপ্লোরার দিয়েও হয় না। এদিকে গুগল ক্রোম আবার আরেক কাঠি সরেস। সে বার্তা দেখায়- Error 101 (net::ERR_CONNECTION_RESET): Unknown error. মহা মুসিবত! এই বার্তা নিয়ে গুগলিং করে ঘণ্টা দুয়েক সময় কাটলো! কে বলে গুগল শালার কাছে সব সমাধান আছে? নেই। এই সমস্যারও কোনো সমাধান পেলাম না।

বাধ্য হয়ে কবিরাজি চিকিৎসা শুরু করলাম। প্রথমেই কন্ট্রোল প‌্যানেল থেকে উইন্ডোজ ফায়ারওয়াল বন্ করে দিয়ে ফায়ারফক্স ওপেন করে বুকমার্ক করা সামুতে গুতা দিলাম। ব্যস, তর তর করে সামু ওপেন হয়ে গেল! কত্তো সোজা! তাই না? কিন্তু কামডা ভালা কর্লাম না খ্রাপ কর্লাপ, হেডাই বুইঝবার পারতেআছি না! ফায়ারওয়াল বন্ধ করা কি ভালো কিছু? ও মোর টেকি ভাইয়েরা-বোনেরা- কিছু একটা কন্না! ***** উইন্ডোজে না হয় এভাবে সমস্যার সমাধান হলো। কিন্তু উবুন্টুতে? একজনের পরামর্শে গুগল ডিএনএস করলাম। তাতে প্রথমদিন সমস্যার সমাধান হলেও এখন সেই আগের মতো! খিতা খরথাম! খেউ খি খুনু উফদ্যাশ ডিবাইন?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.