আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ থেকে ঝামেলামুক্ত ভাবে ফেইসবুক ব্যবহার করুন

.... তবুও আমি স্বপ্ন দেখি ... (স্বপ্ন, বাস্তব এবং ব্লগের সর্বস্বত্ব ব্লগার কতৃক সংরক্ষিত)
বাংলাদেশ সরকারের “অডিজিটালিয়” আচরণের কারণে বর্তমানে বাংলাদেশে ফেইসবুক নিষিদ্ধ রয়েছে। এর পেছনে অন্তর্নিহিত কারণ যাই হোক না কেন, সরকার ভুলে গিয়েছে এভাবে কোন সাইটকে সাময়িক বা দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করে রাখা সম্ভব না। তথ্যপ্রযুক্তির এই যুগে এধরনের আচরণের বিরুদ্ধে আপনার প্রতিবাদ জানান ঠিক ফেইসবুক থেকেই! যেভাবে ফেইসবুক ব্যবহার করবেন: ১. প্রথমেই নিশ্চিত করুন যে আপনার কম্পিউটারে ফায়ারফক্স ইন্সটল করা রয়েছে। যদি না থাকে তবে এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করুন। ২. এখানে একটা জিপ ফাইল রয়েছে।

এটা ডাউনলোড করুন। ফাইলটি ওপেন করে অথবা আনজিপ করে u95.exe ফাইলটি রান করুন। আপনার এন্টিভাইরাস হয়তো ফাইলটি রান করতে বাধা দিতে পারে। সেক্ষেত্রে এন্টিভাইরাসটি ডিজএ্যাবল করে নিন। এই ফাইলটি আপনার কম্পিউটারের জন্যে থ্রেট হবে না নিশ্চিত থাকুন।

প্রোগ্রামটি ইন্সটল করা হলে নিচের বক্সটি দেখতে পাবেন। ৩. এবার wjbutton_en.xpi ফাইলটাকে ড্র্যাগ করে অর্থাৎ মাউস দিয়ে ক্লিক করে এবং চেপে ধরে ফায়ারফক্সের উপর এনে ফেলুন। তাহলে ফায়ারফক্সে এ্যাড-অন ইন্সটলের অনুরোধ জানিয়ে একটা বক্স আসবে। এই বক্সের ইন্সটল নাউ বাটনে ক্লিক করে আপনি এ্যাড-অন টি ইন্সটল করুন। (নিচের ছবিটি দেখুন) ৪. ইন্সটল করা হলে নিচের বক্সটি আসবে।

সেখানে রিস্টার্ট ফায়ারফক্স-এ ক্লিক করুন। এবার ফায়ারফক্স আবার চালু হবে। যদি ফায়ারফক্স চালু হতে দেরি হয় অথবা চালু না হয়, আপনি নিজে আবার ফায়ারফক্স চালু করে নিতে পারেন। ৫. ফায়ারফক্স চালু হলে আপনার ব্রাউজারের নিচে WJ Disabled কথাটা লাল হয়ে থাকবে। এখানে মাউস দিয়ে ক্লিক করলে লেখাটা সবুজ হবে এবং WJ Enabled দেখাবে।

৬. ডিজিটাল বাংলাদেশকে আপনি ইতিমধ্যে কাচকলা দেখিয়ে ফেলেছেন। এবার ফেইসবুকে গিয়ে লগ ইন করতে পারেন :-) হ্যাপি ফেইসবুকিং! পুনশ্চ: আপনি চাইলে যে কোন সময় আবার সবুজ লেখাটায় ক্লিক করে WJ Disabled করতে পারবেন। ৩০ মে ২০১০ ডাবলিন, আয়ারল্যান্ড।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.