আমাদের কথা খুঁজে নিন

   

নজরদারির শীর্ষে বাংলা ব্লগসমূহ !!!



সাইবার ক্রাইমডারে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো মনে হয় ভালভাবেই আমলে নিছে । এতদিন দিন নাই রাইত নাই খালি সাইবার ক্রাইম চলছে দেদারসে । এইবার এর এক্টা বিহিত হইল ভাইবা মনে মনে পুলকিৎ পাইতাছি । ফেইসবুক নামক পরিবার ভাঙ্গা আপদডারে এতদিন চোউক্ষে চোউক্ষে রাইখাও কোন ফায়দা হয়নাই । এইবার এক্কেরে মোক্ষম সুযোগ ! হাতছাড়া করন যায় !! আর তাই এইডা আপাতত বন্ধ ! ডিএমপি ৬৪ টা বেলাইনের সাইট বাংলাদেশে বন্ধ করনের সুপারীশ করছিল ম্যালা আগেই ।

সামাজিক অস্থিরতাসহ নানা ধরনের ক্রাইমের কারণে সেই সাইটগুলা বন্ধ করার সুপারিশ করা হইছিল বইলা জানায় হেরা । কিন্তু তাগো সুপারিশ এতদিন আমলে নেয়নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় । ইহুদী-মার্কিণ চর ফেইসবুকের কারিগরররা আমাগো নবীজীরে লইয়া আকামের আয়োজন করায়ও আইন প্রয়োগকারী সংস্থার নাকে পানি যায়নাই । কিন্তু মোল্লারা সেইডা নিয়া রাজনৈতিক কর্মসূচী দেওয়ায় সরকারের টনক নড়ে । প্রয়োগকারী সংস্থার নাকেও পানি ঢোকে ।

ব্যস খেল খতম ! সাময়িক নিষেধাজ্ঞা । কিন্তু এই নিষেধাজ্ঞা এই খানে সিমীত না রাইখা আরো প্রসারিত করার জন্য পুলিশ ইতোমধ্যে আয়োজন শুরু করছে । তাদের প্রস্তাবিত ৬৪টা সাইটও যাতে এই চান্সে বন্ধ করণ যায় সেই জন্য আলাপ আলোচনা শুরু হইছে । বাংলা ব্লগগুলায় যারা লেখে তাগো কোন হুশ নাই । হেরা যে যেমনে পারে হাসিনা-খালেদারে গাইল পারে ।

আবার নবীজীরেও গাইল পারে । হেরা গাইল পারেনা এমন কোন জিনিস নাই । আল্লা, ভগবান কাউরেই বাদ দেয়না । আবার গান্জা থেকে শুরু কইরা সব ধরনের আকামের প্রশংসা কইরা পোস্ট দেয় । তাই ধারনা করা হচ্ছে ফেইসবুকের পর প্রথম খাড়া বাংলা ব্লগগুলার উপরই পড়ব ।

এ ব্যাপারে বিস্তারিত খোঁজ খবরের জন্য কমিটিও নাকি গঠন কইরা দেওয়া হইছে । ভাইরে ডরে আমার পিসি কাঁপতাছে । আমার প্রিয় ভাই বেরাদারগো এক খান অনুরোধ রইল । নিজের প্রিয় পোস্টের তালিকা থেইকা বাজে পোস্টগুলান সরাই ফেলান । আর নিজে কোন বাজে পোস্ট দিয়া থাকলে তাড়াতাড়ি ডিলিট মারেন ।

আমিও ডিলিট মারতাছি । আল্লাহ আমাদের এই সাময়িক আপদ থেকে উদ্ধার করুণ । সবাই বলুন আমিন !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।