আমাদের কথা খুঁজে নিন

   

নজরদারির বিরুদ্ধে টেক জায়ান্ট জোট

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারির অনৈতিক ধারায় পরিবর্তনের দাবি জানানো হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে। প্রেসিডেন্ট ওবামা এবং মার্কিন কংগ্রেসের কাছে লেখা এক সংক্ষিপ্ত চিঠিতে নিজেদের দাবি তুলে ধরে প্রতিষ্ঠানগুলো।
ওই চিঠিতে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহের মার্কিন সরকারের চাহিদার উপর সীমা আরোপের দাবি করা হয়েছে। এছাড়াও পুরো ব্যবস্থাটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে। চিঠিটির আরেকটি সংস্করণ প্রকাশ করা হয় নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট সহ একাধিক মার্কিন দৈনিক পত্রিকায়।
লিখিত অভিযোগ জানানো ৮ প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় আছে অ্যাপল, গুগল, মাইক্রোসফট, ফেইসবুক, টুইটার, লিংকডইন, ইয়াহু এবং এওএল।
সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ কর্তৃক অনৈতিক উপায়ে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহের খবর ফাঁস হয়ে যাওয়ার পর টেকনোলজি দুনিয়ায় মার্কিন নজরদারি এখন অনেকেরই মাথাব্যথার কারণ। এনএসএর অনৈতিক কাজের বিরুদ্ধে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কণ্ঠও সোচ্চার হবে এটা অনেকটাই নিশ্চিত ছিল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।