আমাদের কথা খুঁজে নিন

   

সরকারি নজরদারির বিরুদ্ধে স্যার টিম

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, আলোচিত নজরদারির প্রতিবাদে সংগঠনগুলোর পক্ষ থেকে একটি খোলা চিঠি লেখা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন স্যার টিম।
খোলা চিঠিটিতে সরকারগুলোর স্বার্থপরতার জন্য নিন্দা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি প্রাইভেসি আইন পুনরায় সাজাতে, তথ্যপ্রকাশকারীদের রক্ষা করতে এবং নজরদারি প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়াতে আহবান জানানো হয়েছে।
চিঠিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রতিনিয়ত কোনো সুনির্দিষ্ট ওয়ারেন্ট ছাড়াই গোপনে জনগণের ব্যক্তিগত যোগাযোগে বাঁধা সৃষ্টি করছে এবং তা সংগ্রহ করছে।
এ প্রসঙ্গে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাইন্ডেশনের প্রধান নির্বাহী অ্যানি জিলিমা জানিয়েছেন, গণতন্ত্রের চেক এবং ব্যালেন্সের জন্য রাষ্ট্র তার নাগরিকদের উপর গুপ্তচরবৃত্তি করবে এমন মৌলিক আইন রয়েছে। কিন্তু এই আইনগুলো এখন অপ্রচলিত। তিনি আরও জানিয়েছেন, তারা বিষয়টি পর্যালোচনার জন্য এবং সুরক্ষা দৃঢ় করার লক্ষ্যে খুব দ্রুত একটি প্রকাশ্য বিতর্কের আয়োজন করবে যেটি সমাজকে মুক্ত রাখতে সাহায্য করবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.