মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ সামাজিক সাইট ফেসবুককে স্থগিত করা হয়েছে। আমি সন্ধ্যায় ফেসবুক অপেন করতে না পেরে মনে করেছিলাম, সাইটিতে হয়তো বা কোন ধরনের সমস্যা হয়েছে। কিন্তু রাত প্রায় সাড়ে দশটায় এক বন্ধুর কাছ থেকে শুনতে পেলাম যে, ফেসবুক বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছে।
কিন্তু আমার বর্তমান সংযোগ ইন্টারনেট (গ্রামিণ) দিয়ে আমি ফেসবুক ব্রাউজ করতে পারছি। ব্রাউজের জন্য আমি ওপেরা ব্যবহার করছি। তাছাড়া প্রায় ১১টার দিকে আমি নিমবাজ দিয়ে ফেসবুকে চ্যাটও ব্যবহার করেছি।
আর এখন পোস্টটি খেলার আগে আমি আবার চেক দেখলাম। সব ঠিকই আছে, ব্রাউজ করা যাচ্ছে। কিন্তু চ্যাটটা কাজ করছে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।