আমাদের কথা খুঁজে নিন

   

সম্পাদকীয়


দীর্ঘদিনের অব্যক্ত সপ্ন বাস্তবায়নের প্রচেষ্টা পূর্ণ হওয়ার পর, গ্লানিকর কষ্ট সমুদ্র পাড়ি দিয়ে মিলনের মোহনায় একাকার অবিলতায় হল ফের সম্মেলন। কোন না কোনভাবে ধুমড়ে, মুছড়ে মনজিলে পৌঁছাই একমাত্র লক্ষ। যে লক্ষ উদ্দেশ্যকে সামনের রেখে আমি অগ্রসরমান সে ঐতিহ্যের ধারাবাহিকতাই সফলতার মৌলিক সঙ্গা। আমি পেশাগতভাবে গ্রাফিক্স ডিজাইনের সাথে জড়িত। আজ থেকে প্রায় ৭ মাস আগে কোন একটা বিষয় নিয়ে গুগুলে চার্জ দেওয়ার পর সামুর সাথে আমার প্রথম পরিচয়।

সেদিন আমার খুশির বাঁধ ভেঙ্গেছিলো কিন্তু আওয়াজ হয়নি। মাতৃভাষা বাংলাকে ভালবাসি হিসাবে বাংলা ভাষায় এধরণের একটি ব্লগ দীর্ঘদিন থেকেই কামনা করছিলাম। সামুকে পেয়ে আমি প্রথম থেকেই উৎফুল্ল। সামগ্রিক বিষয়ে ভিবিন্ন লেখকের কলাম, ফানপোষ্ট, মন্তব্য আমার অত্যন্ত ভাললাগে। ভাললাগে মার্জিত সুকুমারবৃত্তি, রুচিবোধসম্পন্ন তর্ক, বিতর্ক।

কাজের ব্যস্ততা, সময়ের সাথে পাল্লা দিয়ে উঠতে পারিনি বলে শুধু পড়েই গেছি। কিছু লেখার ইচ্ছা জাগেনি। আজ কেন ইচ্ছা জগলো তা আমার কাছেও প্রশ্নবিদ্ধ। উত্তর পেলে জানাবো। গোঁড়ামি, গোঁজামিল, ভূলবুঝাবুঝি, অতিরিক্ত প্রশ্ন প্রবনতা, অহেতুক ভান, আমি বড় _এ ধরনের মতবাদ আমার অপ্রিয়ের তালিকার একটি অংশ।

সুতরাং সেভাবেই চলার জন্য সকল ব্লগারের সহেযাগিতা চাই। শত্রুকেও একান্তে বন্ধু ভাবা আমার একটি দুর্বলতা। সকল কথা অকপটে বলে দেওয়া আমার এক প্রকার সরলতা। এই দুর্বলতা এবং সরলতা আমার গ্রহণযোগ্যতার একটি বিষেশ উপকরণ। আমি এভাবেই এগিয়ে যেতে চাই সে পথে যে পথ পৃথিবীর গর্বিত সন্তানদের ঠিকানা।

সামুর সকলকর্মকর্তা, ও ব্লগের সকল ব্যক্তি বর্গের নিস্বার্থ কর্মপ্রচেষ্টা আমার প্রেরণার উৎস। সবার সুন্দুর জীবন কামনায়.........
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।