আমাদের কথা খুঁজে নিন

   

ওঠো বন্ধু জাগো হে!(প্রত্যেকটা হতাস মানুষই আশাবাদী আমি তাদেরই দলে)

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

ওঠো বন্ধু , জাগো হে আকাশে ভোরের আভাস ঐ দেখ আলোর হাতছানি আঁধারের রাত্রি আমাদের শেষ হবে এখনি। ওঠো বন্ধু , জাগো হে। । ডাকো মানুষকে জাগাও হে চল আলোর মাঠে জড়ো হই আমরা সকলে। আমাদের কষ্টের দীঘল রাত্রি মনে করোনা মিছে আর কেঁদোনা হাতে হাত ধরে এসো চলো জীবনের ময়দানে ঐ দেখ আলোর হাতছানি।

যন্ত্রনার শৃংখল ছিঁড়ে চল মুক্তির ময়দানে বন্ধু আর কেঁদোনা সয়েছ যত বেদনা সব ভুলে যাও ঐ দেখ আলোর ঝলসানি সামনে পা বাড়াও। ওঠো বন্ধু জাগো হে আকাশে ভোরের আভাস ঐ দেখ আলোর হাতছানি আঁধারের রাত্রি আমাদের শেষ হবে এখনি। আমাদের কষ্টের দীঘল রাত্রি মনে করোনা মিছে আর কেঁদোনা বন্ধু জাগো হে। । প্রত্যেকটা হতাস মানুষই আশাবাদী আমি তাদেরই দলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।