যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
প্রতি ভোরে আমি ঘুমোতে যাই রাতের সব কালোকে সাথে লয়ে,
কৃষ্ণকলি; ভেবো না তোমার দ্বারে ঘুরি, রাজকন্যে না পেয়ে ।
আধারেরা কাছে আসে,আলোর পথে হেটে যাবে বলে,
আলগা হওয়া পথিকও ভীড় করে নতুন সোপানে যাব শুনে।
ভীড় বাড়ে,আলো জমে,জমে থাকা মেঘও সরে যায় শেষে,
অকস্মাৎই দিশেহারা পুরানা প্রেম জেগে উঠে।
কৃষ্ণকলি;হনন করে তুমি নিজেকেই ঠেলো দূরে,
অজেয় ভাবো যদি,আকাশেই থেকে যেও,
দূরে আছি,দূরেই থাকি,ঘুমোতে যাই প্রতি ভোরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।