লিখে খাই, সবার ভাল চাই
আসুন ভেঁপু বাজাই
শামীমুল হক
হরতাল, মানববন্ধনসহ নানা ধ্বংসাত্মক কর্মসূচি নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত হরতাল সংস্কৃতি থেকে কেউ বেরিয়ে আসতে পারেনি। বরং সরকারে গেলে বলা হয়, হরতালের বিপক্ষে আর বিরোধী দলে গেলে বলা হয়, হরতালের পক্ষে। যাকগে সেদিকে না গিয়ে আমি নতুন এক কর্মসূচির আইডিয়া দিতে পারি। আর সে কর্মসূচি হলোÑ আসুন ভেঁপু বাজাই।
বিরোধী দল সরকারের নানা বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে মান্ধাতা আমলের হরতাল সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন এ কর্মসূচির কথা ভাবতে পারেন। নির্দিষ্ট একটি দিনে ভেঁপু বাজাই কর্মসূচি নিয়ে এগুতে পারেন তারা। কর্মসূচিটি হবে এমনÑ রাজধানীর সকল ট্রাফিক সিগন্যালে নির্দিষ্ট এক সময়ে বিরোধীদলীয় নেতা-কর্মীরা গিয়ে হাতে হাত রেখে দাঁড়িয়ে যাবেন। আর সঙ্গে সঙ্গে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। যেমন যাত্রাবাড়ী থেকে গাবতলী, সদরঘাট থেকে টঙ্গী পর্যন্ত যতগুলো সিগন্যাল আছে সব সিগন্যালে গিয়ে নেতা-কর্মীরা হাজির হবেন।
ধরা যাক, বেলা ১০ টা থেকে সোয়া ১০টা পর্যন্ত এ কর্মসূচির সময়সীমা। ১০টা বাজার সঙ্গে সঙ্গে সিগন্যালগুলোতে আটকে পড়া গাড়িগুলো একসঙ্গে ভেঁপু বাজানো শুরু করবে। তা চলবে একনাগাড়ে ১৫ মিনিট। আর এ সময়ে ভেঁপু’র শব্দে কেঁপে উঠবে পুরো ঢাকা। অবশ্যই সরকারের টনক নড়বে।
ইচ্ছা করলে এ কর্মসূচি দেশব্যাপীও দেয়া যেতে পারে। তাই আসুন এবার ‘ভেঁপু বাজাই’।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।