দুনিয়া জুরে খালি প্রবলেম। তাই সকলের একই কাজ প্রবলেম সলভিং
উবুন্টু এক চরম অপারেটং সিস্টেম যার সম্পরকে কোন কিছু বলাই বাহুল্য। কিন্তু আমার উবুন্টু এর কিছু Crazy অভিগ্যতার কথা মাঝে মাঝে লিখব যা সাধারন বা নতুন বা Non Crazy উবুন্টু ব্যবহার কারির না পরা ই উচিত। আপনি ওই রকম হলে ধন্যবাদ। আবার পরে আসবেন।
নয়তো LeTS go
উবুন্টু প্রতি ছয় মাস পর পর আপডেট হয়। যদি কোনো প্রয়োজন বা অসুবিধা না হয় তবে উবুন্টু আপডেটিং এর দরকার নাই । তবে নতুন এর প্রতি মোহ কার না থাকে । তবে একটা উবুন্টু আপডেট প্যাকেজ ম্যানেজার দিয়ে করতে গেলে অনেক কিছু(কয়েক জিবি পরযন্ত) ডাউনলোড করতে হয়। যা আমাদের দেশের ব্যান্ডউইথে এক অসমভব কাজ প্রায়।
কিন্তু উবুন্তু অল্টারনেট সিডি থাকলে এই কাজ অনেক কম ডাউনলোড করেই করা যায়।
এখান থেকে আমি যা বলবো তা পারতে আপনাকে টারমিনাল, সিনাপ্টিক ম্যানেজার সম্পর্কে ভাল জানা লাগবে। নয়তো প্রবলেম হতে পারে। আর আবারো বলছি এই কাজ রিস্কি অনেক। ডাটা ব্যাকয়াপ করে রাখবেন।
এখন প্রথম কাজ উবুন্টু এর অল্টারনেট সিডি পাওয়া। এটা ডাউনলোড করতে পারেন এই খান থেকে
View this link
View this link
এছারা আরো লোকেশন আছে। এগুলা এশিয়ার মিরোর।
এখন আপনার কছে .iso ফাইল টা আসে। এখন একটা টার্মিনাল খুলেন।
টারমিনাল এ লেখেন
sudo mount -o loop
লিখে আপনার .iso ফাইলটার ঠিকানা দিয়ে দেন। বা .iso ফাইলটাকে নটিলাস থেকে ড্র্যাগ করে টারমিনাল এর উপর ছেরে দিলেই হবে। এখন একটা স্পেস দিয়ে লিখেন
/media/cdrom
সবমিলে এরকম কিছু হবে
sudo mount -o loop /media/NewOS__/Ubuntu/ubuntu-10.04-alternate-i386.iso /media/cdrom
এখন আপনার iso টি মাউন্ট হয়ে গেছে। চাইলে আপনি /media/cdrom ফোল্ডার থেকে iso এর ভিতরে ব্রাউজ ও করতে পারেন। এখন টারমিনাল এ কিছু কাজ করতে প্রস্তুত হয়ে যান
লিখেন
cd /media/cdrom
sudo sh cdromupgrade
পাসওয়ার্ড চেলে তা দিবেন।
না চাইলে দিবেন না।
এখন কোনো অসুবিধা না হলে দেখবেন একটা উইজার্ড শুরু হয়ে গেছে। কিছুক্ষন পর একটা ডায়ালগ আসবে জানতে চাইবে নেট থেকে আপডেট নামাবে কিনা। এটা NO উত্তর দেয়া ই ভালো। তবে ডায়লোগ পরে কাজ করবেন।
এর পর আরো কিছু ডায়লোগ আসবে। পড়ে বুঝে উত্তর দিবেন। তবে আসলে তেমন উত্তর দেয়ার কিছুই আসার কথা না। কোনো অসুবিধা না থাকলে আপনার উবুন্টু আপডেট হয়ে যাবে। হলে পিসি রিস্টার্ট করবেন।
এখানে কিছু কথা। আপগ্রেড করতে ২+ জিবি যায়গা লাগবে আর ৩ ঘন্টা পরযন্ত সময় লাগতে পারে। আর কোনো অসুবিধায় আগেই বল্লাম ভাই দোশ দিয়েন না। আমার ও প্রথমবার বিফল হয়ে ছিলাম। এর পর থেকে ঠিক মতো ই হয়েছে।
শুভেচ্ছা যানিয়ে Happy Extream Crazy Ubuntuing
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।