আমাদের কথা খুঁজে নিন

   

নক্ষএ পতন আজ আমার বিয়ে হয়েছে



নক্ষত্র পতন ছুটে চলা নক্ষত্রের মতন হারিয়ে গেছে সে মিশে গেছে ঐ নীলের মাঝে। হয়তো দিগন্তের সীমানায় দাঁড়িয়ে অপরাজেয় বাংলার মতন স্থির, অচঞ্চল বধূবেশে ঘোমটা ঢাকা প্রেয়সী - তার অপেক্ষায়। আশাহত বুকে অব্যক্ত বেদনার জ্বলন্ত শিখা আর নিষ্পলক চোখের তারায় ভালবাসার গোপন চিহ্ন। **** ঢাকা বিশ্ববিদ্যালয় সকালবেলা থেকে মনে ও দেহের অবস্থা সাড়ে বারোটা। মতিঝিল থেকে ফেরার পথে এক শুভাকাঙ্ক্ষির ফোন।

ক্যাম্পাসে আসবেন কোন সময়? এই তো কিছুক্ষণের মধ্যে। আমার সাথে অবশ্যই দেখা করবেন। আচ্ছা। এরপর যা ঘটল তা শেয়ার না করে পারছি না। ঝাল আর টক বরাবরই আমার প্রিয়।

কোন ফল কী খাবার পছন্দ এরকম ভাইবা দিতে দিতে গতকাল রাতে আমি অস্থির হয়ে গিয়েছিলাম। আর আজ দেখি সে আমার জন্য রুচি চাটনি তেঁতুল আর বরই এর ঝাল আচার নিয়ে হাজির। আরও আছে---- *কাচা মরিচ *শুকনো মরিচ *গুড়ো মরিচ *লবঙ্গ না দারুচিনি (আমি ওগুলোর নাম সঠিক ভাবে জানি না) এই পর্যন্ত হলেও হত একটি বেলি ফুলের মালা গেথে নিয়ে এসেছে সেই রমণী আর হাতে দিলেও একটা কথা ছিল। সে আমার গলায় পড়িয়ে দিয়ে বলে কী না আমাদের বিয়ে হয়ে গেছে আমি ওকে উওর দিলাম হিন্দুদের প্রাচীন প্রথানুসারে গার্ন্ধবমতে কিনা পরিশেষে একটি কাব্য উপহার দিলো আমাকে। যদিও তিনি পাঠের পরপরই ছিন্নভিন্ন করেছে।

বহু কষ্টে তার কপি এই পোষ্টে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।