আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনা যুগে যুগে (ব্রাজিল সমর্থকদের ঢুকা নিষেধ)

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

যুগে যুগে আর্জেন্টিনা বিশ্বকাপ খেলে আসছে আর বিভিন্ন মিডিয়া তাদের নিয়ে লাফালাফি করে যাচ্ছে। এব্যাপারে বাংলাদেশের মিডিয়ার লাফালাফি মনে হয় সবচেয়ে বেশী। আমি গত কয়কদিন প্রতিদিনও পেপারে আর্জেন্টিনার ম্যারাডোনার ছবি ও আর্জেন্টিনা দল নিয়ে লেখা দেখছি। আরো একটি আর্শ্চযের বিষয় যে ইউরোপিয়ান লীগের কল্যানেই হোক বা বিশ্ব মিডিয়ার কারনেই হোক প্রতিবারই আমাদের মিডিয়া কিছু কিছু খেলোয়ার নিয়ে অধিক মাতামাতি করে। কিন্তু পরে যা হয় তা হলো "খালি কলসি বাজে বেশী"।

একবার ভেরন নামে এক টাক্কু খেললো। খেলা শুরু হবার এক মাস আগে থেকেই তাকে নিয়ে সেকি মাতামাতি। কিন্তু খেলায় আর তাকে খুজে পাওয়া যায় না। এলাকার পোলাপানগুলো আমাকে দেখলেই বলে "কিরে, তোদের চান্দি ছিলা ভেরাটা কি করলো রে? আর গতবার মেসিকে নিয়ে অনেক মাতামাতি হয়েছে, শেষে শুনতে হয়েছে "তোদের দুধের মাছি কই, কাপের আশে পাশেতো আর্জেন্টিনাকে দেখছি না, ওয়ার্ড কাপ না দুধের কাপের কাছে খুজে দেখ মছিকে পাওয়া যায় কিনা" এতকিছুর পরও একনিষ্ঠ ভক্তের মতো ম্যারাডোনার টিমকে এখনো ধরে আছি। জানিনা এবার কি কি শুনতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.