আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের দিন মাংস খামু আর আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখমু

কিছু মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কিছু মানুষ স্বপ্নটা সত্যি করার জন্য ঘুম থেকে জেগে উঠে। জীবন আপনার কাছে সেভাবেই ধরা দিবে আপনি যেরকম থাকবেন।

ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিলের বিকল্প কিছু নাই। আগামীকাল কাতারের রাজধানী দোহাতে তারা মুখোমুখি।

কাতার ২০২২ এর বিশ্বকাপ আয়োজন করতে চায় তাই এই ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন। তারা বিশ্বকে দেখিয়ে দিতে চায় যে বিশ্বকাপ আয়োজন তাদের পক্ষে সম্ভব। আর্জেন্টিনা ব্রাজিল দুইদল তাদের নতুন কোচ নিয়ে প্রস্তুত। অনেকদিন পর বড়ভাই ছোটভাই রোনালদিনহো আর মেসিকে একসাথে দেখা যাবে। রোনালদিনহো যখন সুপার ফর্মে অবিশ্বাস্য সব পাস দিত তখন তাকে বিশ্বের সেরা খেলোয়ার বলা হত।

রোনালদিনহো নিজেই বলেন, "বিশ্ব কেন!! বার্সিলোনাতেও আমি সেরা নই। " কারন আপনারা এখনও মেসিকে দেখেননি। মেসি ১২ বছর বয়স থেকে বার্সিলোনায়। তার বড় হয়ে উঠার পিছনে রোনালদিনহোর অবদান সে সব সময় বলে আসছে। এই কথাগুলা বলার কারন হচ্ছে গ্রেটদের মধ্যে যখন একজন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলে তখন দেখতে খুব ভাল লাগে।

মুরালি-শেন ওয়ার্ন, শচীন-ব্র্যাডম্যানদের মধ্যেও এই ব্যাপার দেখা যায় কিন্তু ম্যারাডোনা-পেলের মধ্যে নাই ব্যাপারটা আফসুসময়। ব্রাজিলের নতুন দুই সেনসেশন হেনরিকে আর নেইমার এর মধ্যে হেনরিকে খেলবেননা। খেলবেননা আলেসান্দ্রো পাতো। আর্জেন্টিনারও এই সমস্যা আছে। জেনেত্তি আর ক্যাম্বিয়াসো ইনজুরিতে।

তবে তারপরেও জম্পেশ খেলা আশা করা যায়। বর্তমান বিশ্বের সেরা খেলোয়ার মেসি আছে। আর ব্রাজিল তার ছন্দময় ফুটবলে ফিরে এসেছে। আমরা বাংলাদেশিরা আশা করছি মারামারি করবনা। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মারামারি আমরা অনেক বেশি করি।

আল্লাহর দুনিয়ায় সম্ভবত কিছু অবিচার হইসে, তাই আর্জেন্টিনা পায় মেসি, ব্রাজিল পায় রোনালদিনহো আর বাংলাদেশ পায় ছাত্রলীগ আর ছাত্রদল । সব কিছুতেই তাই আমরা মারমারি করি। বিশ্বকাপ শেষে মেসির যখন মন খারাপ ছিল তখন তার গার্লফ্রেন্ড নিয়ে ব্রাজিলের সমুদ্রে সমুদ্রে ভ্রমন করা দিয়েই বোঝা যায় তাদের মধ্যে এমন কোন ঝামেলা নেই। আমার জীবনের প্রথম ফুটবল খেলা দেখা ৬ বছর বয়সে আর্জেন্টিনা ব্রাজিল (১৯৯০)। পুরা খেলাই ব্রাজিলের দখলে কিন্তু ম্যারাডোনার ১ মিনিটে ব্রিলিয়ান্সে সব শেষ।

যাই হোক শেষ ৫ টা ম্যাচে আর্জেন্টিনা একটু পিছিয়ে গেছে। ব্রাজিল ৪ টাতে জিতেছে একটাতে ড্র করেছে সব মিলায় ১৩ গোল দিয়েছে আর্জেন্টিনা মাত্র ২ টা। তবে মেসির যদি সেরাটা দিতে পারে তাহলে ঘটনা ভিন্ন ঘটতে পারে। খেলা আগামী কাল বাংলাদেশ সময় রাত ৯ টায় দেখাবে সম্ভবত। সবাইকে ঈদ মোবারাক।

(ইংলিশ প্রিমিয়ারশীপে আমি লিভারপুলের সাপোর্টার কিন্তু এই কথা বলার মত মুখ লিভারপুল রাখেনায় দেখে মন বিশেষ খারাপ। অবশ্য চেলসিকে হারিয়ে লীগটেবিল জমায় দিসে। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.