মানুষ আমি আমার কেন পাখির মত মন....
আমাদের দেশে গত কয়েক বছর ধরেই বিদ্যুতের সমস্যা হচ্ছে। বিদ্যুৎ সমস্যা নিরোসনে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা না নিয়ে লোড ম্যামেজমেন্টের অনেক আজব আজব উপায় আমরা দেখেছি। বিদ্যুৎ সমস্যায় অতীস্ট হয়ে পথেঘাটে অনেকে অনেক কথা বলে।
১। ব্যবসায়ীরা বলে যে আগে কল-কারখানায় বিদ্যুৎ দয়া উচিৎ তাদের চাহিদা মিটিয়ে তারপর কিছু থাকলে সেটি বাসাবাড়িতে দেয়া যেতে পারে।
২। আবার যারে ব্যবসায়ী নন তারা বলে যে আবাসিক বাসায় আর কতটুকু বিদ্যুৎ লাগে। সব বিদ্যুৎ ইউজ হয় কারখানায়। অতএব লোড ম্যানেজ করার জন্য আগে কারখানার লাইনগুলো বন্ধ করা উচিৎ। তাহলেই দেশে আর বিদ্যূৎ সমস্যা থাকবে না।
তাছাড়া কারখানা মালিক তথা শিল্পপতিগন অনেক টাকার মালিক, তারা সহজেই জেনেরেটর কিনে ব্যবহার করতে পারেন।
আর্শ্চযের বিষয় যে সরকার ২ নং বিষয়টি মেনেই হয়ত কল-কারখানায় বিদ্যুৎ কম দিচ্ছে। ফলে অনেক কারখানা এখন বিকল্প বিদ্যুৎ দিয়া চালানো হচ্ছে।
এটিযে কত ভয়ানক ব্যাপর সেটি হয়ত অনেকে বুঝতে পারছেন না। কয়েকজন কারখানার মালিকের সাথে আলাপ করে আমি জেনেছি যে বেশিরভাগ কারখানাই এখন ৮-১২ ঘন্টা জেনারেটরের বিদ্যুতের উপর চলছে।
অনেক কারখানাতো সরকারী বিদ্যুৎ ব্যবহারই করে না। তার উপর গ্যাস লাইনেও পর্যাপ্ত গ্যাস নেই ফলে তেলের জেনারেটর দিয়েই কারখানা চালাতে হচ্ছে। আমি বিশ্মিত হয়ে প্রশ্ন করেছিলাম যে এত এত তেলে কিনে তারপরও আপনাদের মুনাফা কিছু থাকে কি? তাদের উত্তর ছিল "কি করব, কারখানাতি টিকিয়ে রাখতে হবে, শ্রমিকদেরকেও বেতন দিতে হবে"। আমাকে অনেক কারখানার মালিক বলেছেন যে শুধুমাত্র টিকে থাকার জন্য তারা এখন লস দিয়েও কারখানা চালাচ্ছেন।
ব্যাপারটির ভয়াভহতা চিন্তা করে আমি হতবাক হয়ে যাই।
কারন আমাদের দেশে এখন অনেক তেল ব্যবহার হচ্ছে। তেল আমাদের দেশে হয় না, বৈদেশিক মুদ্রা দিয়ে কিনে জাহাজে করে আনতে হয়। ফলে কি হচ্ছে, আমাদের লক্ষ লক্ষ গরীব মানুষ বিদেশে অমানবিক পরিশ্রম করে যে বৈদেশিক মুদ্রা আয় করছে সেটি আমরা ব্যায় করছি তেল কিনে। ফলে আমাদের ফরেন কারেন্সির রিজার্ভে চাপ সৃস্টি হচ্ছে। আবার পর্যাপ্ত বিদ্যুতের অভাবে কারখানায় ভালো উৎপাদন হচ্ছে না।
সময় মত বৈদেশিক অর্ডারের মাল পাঠানো যাচ্ছে না ফলে আমাদের রপ্তানী থেকে যে ফরেন কারেন্সি আসত সেটিও বাধাগ্রস্থ হচ্ছে।
দেখা যাচ্ছে যে শুধুমাত্র বিদ্যুতের কারনে দেশের অর্থনীতি অনেক পিছিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টিকে থাকবে কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।