দুই দিন আগে ফেসবুক এ একটা স্টেটাস দেখলাম "আজকে এক ব্রাজিলিয়ান সমর্থক এর কাছে জানতে চাইলাম তোমাদের দলনেতা এর নাম কি? সে খালি হাসে। বুজলাম উনি উত্তর জানেন না। হে হে হে হে"
এটা দেখার পর আমার মাথায় একটা ফিলিপ্স বাত্তি জোইলা উঠলো।
আমার অফিসে দুই জন আর্জেন্টিনার সমর্থক আছে। সারাদিন তাদের প্যনপ্যনানিতে অফিসে ঠিক ভাবে কাজ করা যায় না।
আজকে অফিসে গিয়েই তাদের কে প্রশ্ন করলাম আর্জেন্টিনার দলনেতা এর নাম কি? এক জনের হাসি হাসি মুখে উত্তর আমরা দলনেতা নিয়ে চিন্তা করি না, আমাদের মেসি আছে। আরেক জন সাথে সাথে ইন্টারনেট এ সার্চ সুরু করে দিছে। এই হচ্ছে আমাদের সমর্থকদের অবস্থা।
অবশ্য আমিও আমার দলের দলনেতার নাম জানি না, কারন বালাক এর পরিবর্তে কে দলনেতা হবে জানি না। আশা করি সোয়ানি/ল্যম্প/ক্লোসা এর জে কোনো এক জন হবে।
জার্মানির জন্যে শুভ কামনা.....................।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।