আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল বন্ধ হবে না,কারণ বিরোধী দলে

জীবনের এত গভীরে প্রবেশ করে কি লাভ, জীবনটা হউক হুমায়ুন আহমেদের সাহিত্যের মত !

হরতাল বন্ধ হবে না,কারণ বিরোধী দলে থেকে যে যত বেশী হরতাল দেবে,বিশাল বিজয় নিয়ে ক্ষমতায় আসার সম্ভবনা তার তত বেশী । ১৯৯১-২০০৮ পর্যন্ত বাংলাদেশের মানুষ তাই প্রমাণিত করেছে । বাংলাদেশের দুই নেত্রী--------(১৯৯৬-২০০১) থালেদা জিয়া- ও থোকা,ও আব্বাস,ইলিয়াস-পিন্টু আমার ক্যাডার বাহীনি তোরা গেলে কোনে - দেখস না,দেশে কি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়ছে,যে হারে প্রবৃদ্ধি হচ্ছে ও বিদেশী বিনিয়োগ আসছে, হেতে তো আমারছে বেশী উন্নয়ন করিয়া ফালাইবো,পরের বার জনগণ আরে ভোট দেবে না,রে--,তোগো লাঠিয়াল বাহীনিরে রেডি কর,কাইলই হরতাল ডাকুম । (অত:পর বিগতকালের হরতালের সকল রের্কড ভেঙ্গে নতুন রের্কড গড়ল) হাসিনা ওয়াজেদ- প্রিয় দেশবাসী বিএনপি দেশের উন্নয়ন চায় না,দেশের মানুষ সূখী হউক তা তারা চায় না । হরতাল করে দেশের উন্নয়ন ও উৎপাদনে বাধা দিচ্ছে ।

আমরা কখনো হরতাল করবনা, বাংলাদেশ আওয়ামি লীগ বিরোধী দলে গেলেও হরতাল দেবে না,আমি ওয়াদা করে বলছি বাংলাদেশ আওয়ামি লীগ বিরোধী দলে গেলেও কখনো হরতাল দেবে না। -( অত:পর দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে হনতালকারীরা ক্ষমতায়) বাংলাদেশের দুই নেত্রী--------(২০০১-২০০৬) হাসিনা ওয়াজেদ-এই সরকার কারচুপির সরকার । এই সরকারকে একদিনও শান্তিতে দেশ চালাতে দেব না । শালা সাইফুর রহমান বলে কি! ১ বছরের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ স্পর্শ করবে । এ হাজী সেলিম,শামীম ওসমান,মির্জা আজম তোমরা আমার ক্যাডার বাহীনি নিয়ে রেডি হও, কালই হরতাল ডাকবো ।

(অত:পর বিগতকালের হরতালের সকল রের্কড ভেঙ্গে নতুন রের্কড গড়ল) বাংলাদেশের দুই নেত্রী--------(২০০১-২০০৬)- থালেদা জিয়া-প্রিয় দেশবাসী আওয়ামি লীগ দেশের মানুষের সাথে বেইমানী করেছে , ওরা কথা দিয়ে কথা রাথেনি । আমরা বিরোধী দলে গেলে হরতাল করবো কি না, তা সময় এলে জনগণ ঠিক করবে(সাংবাদিকদের প্রশ্নের জবাবে) -( অত:পর মহাজয়ী হয়ে হরতালকারীরা আবার ক্ষমতায়) বাংলাদেশের দুই নেত্রী--------(২০০৯-....) থালেদা জিয়া-১৬ মাস সময় দিয়েছি কিন্তু সরকার সব কিছুতেই ব্যর্থতার পরিচয় দিয়েছে, আর নয় এবার জনগণ(আমার নেতা-কর্মী) হরতাল চায়,ও থোকা,ও আব্বাস,ইলিয়াস-পিন্টু আমার ক্যাডার বাহীনি তোরা গেলে কোনে,তোগো লাঠিয়াল বাহীনিরে রেডি কর,২৭ জুন হরতাল ডাকছি সফল করতে হইবো । হাসিনা ওয়াজেদ- ( এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.