মঙ্গলবার দুপুরে গোলাগুলিতে আহত এই দুজন পরস্পরের আত্মীয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- মনিরুজ্জামান (৩৮) ও ইমতিয়াজ কবির শুভ (৩৪)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মনিরুজ্জামান জানান, শুভ তার টাকা ‘ছিনিয়ে’ নিতে গেলে তিনি লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি ছোড়েন।
এতে পায়ে গুলিবিদ্ধ হন শুভ। আর পিস্তল হাতে দেখে কয়েকশ’ গজ দূর থেকে শিল্পাঞ্চল থানার পুলিশ গিয়ে মনিরুজ্জামানকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে থানার ওসি মনিরুজ্জামান জানান।
এতে মনিরুজ্জামানের পিঠে গুলির ছড়রা লাগে।
মনিরুজ্জামানের চাচাতো বোনের স্বামী শুভ। তবে স্ত্রীর সঙ্গে শুভের সম্পর্ক ভালো নয় বলে জানান মনিরুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলশানের একটি ব্যাংক থেকে তিনি ১০ লাখ টাকা নিয়ে ধানমণ্ডির বাড়িতে ফিরছিলেন। গাড়িতে তার সঙ্গে চাচাতো বোনও (শুভর স্ত্রী) ছিলেন।
“নাবিস্কোর সামনে আসা মাত্রা শুভ আরো কয়েকজন যুবক নিয়ে গাড়ি থামায়। আমাকে তারা মারধর শুরু করলে নিজেকে বাঁচাতে সঙ্গে থাকা পিস্তল দিয়ে শুভর পায়ে গুলি ছুড়ি,” বলেন মনিরুজ্জামান।
পিস্তলটি লাইসেন্স করা বলে তিনি জানান।
ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে এক ব্যক্তি পিস্তল দিয়ে আরেক ব্যক্তিকে গুলি করছে। তখন পুলিশ পিস্তল হাতের ব্যক্তিকে গুলি করে।
“গুলিবিদ্ধ দুজনকে আটকের পর জানা যায়, তারা একে অপরের আত্মীয়,” বলেন তিনি।
মনিরুজ্জামানের গাড়িতে সাড়ে ৪ লাখ টাকা পাওয়া গেছে বলে তিনি জানান ওসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।