আমাদের কথা খুঁজে নিন

   

ভরদুপুরে একটুখানি রোমান্স.......

- আপনার সমস্যাটা কি?
- আমার কোনো সমস্যা নেই
- তাহলে কি সমস্যা আমার?
- হতে পারে
- আপনি রোজ আমার পিছন পিছন হাঁটেনকেনো?
- কারন আপনি আমার সামনে হাটেন
- ফাজলামো আমার পছন্দ না
- আমার ও
- কি বলতে চান?
- অনেক কথা
- অপরিচিত দের সাথে কথা বলি না
- পরিচিত হয়ে নেয়া যাক?
- আমি রিদ্রিতা
- আমি অভ্র
- অভ্র মানে?
- আকাশ
- কি যেন বলবেন ?
- অনেক কথা,
- সংক্ষেপে বলুন
- সংক্ষেপে বলবো?
- হুম্
- খুব সংক্ষেপে বলি?
- বলেন
- ভালোবাসি
- কাকে?
- আর কেউ আছে?
- না
- তাহলে আপনাকে
- কথা শেষ?
- হ্যাঁ
- আমি যেতে পারি?
- চলে যাবেন?
- হ্যাঁ,
- রেগে গেলেন?
- না, পিছু নেওয়া আমি পছন্দ করি না
- তাহলে?
- কাল পাশে হাঁটবেন
- হাত ধরে?
- এতো তাড়াতাড়ি?
- অনেক দিনের ইচ্ছে
- কতো দিন?
- এক বছর
- হাত না হয় আরো এক বছর পরে ধরবেন
- এমনটি কেনো?
- শাস্তি
- কিসের?
- এক বছর দেরি
- আগে বললে হতো?
- বলেছিলেন?
- না
- তাহলে বলবো কেনো?
- যদি বলতাম?
- আমি বলতাম
- কি বলতেন?
- ভা ....
- বাকিটা?
- ফাজলামো আমার পছন্দ না
- আমার ও, কি যেন বলছিলেন?
- সময় আসুক বলবো
- সময় কখন হবে?
- ঐ যে বললাম এক বছর
- পাশে হাটতে পারবো তো?
- হুম্, হাত ধরা যাবে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।