চোখের যত্ন নিন
প্রথমবারের মতো কৃত্রিম প্রাণ তৈরিতে সাফল্য পেয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। তারা জানান, প্রথমে একটি ব্যাকটেরিয়ার কৃত্রিম জিন নকশা তৈরি করা হয়। এরপর একটি ব্যাকটেরিয়ার শূন্য কোষে এটি প্রতিস্থাপন করে জীবনের সন্ধান পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড এবং ক্যালিফোর্নিয়ার জে ক্রেইগ ভেন্টার ইন্সটিটিউটের ড. ক্রেইগ গবেষকদলের নেতৃত্ব দেন।
গবেষণায় প্রথমে একটি ব্যাকটেরিয়ার জিন নকশা তৈরি করে অন্য একটি ব্যাকটেরিয়ার কোষে তা প্রতিস্থাপন করা হয়।
পরে একে একে এই জিন নকশা থেকে আরেকটি ব্যাকটেরিয়ায় তা প্রতিস্থাপন করা হয়। সেই ব্যাকটেরিয়ার ডিএনএ আগেই খালি করে রাখা ছিল।
এ প্রতিস্থাপন পক্রিয়ায় ব্যাকটেরিয়াটি নতুন জীবন পায়। বিজ্ঞানীরা একে নতুন একটি কৃত্রিম জীবন্ত কোষ বলছেন। যাতে রয়েছে কৃত্রিমভাবে সৃষ্টি করা প্রাণ।
গবেষক দলের প্রধান ক্রেইগ ভেন্টার বলেন, এটাই প্রথম বিভিন্ন রসায়ণের মিশ্রণে তৈরি সিনথেটিক কোষ।
কৃত্রিম জীবন্ত কোষ সৃষ্টিতে বিজ্ঞানীদের যুগান্তকরী এই সাফল্যের মধ্য দিয়ে ওষুধ ও জ্বালানি তৈরি ছাড়াও কার্বন শোষণে কাজে আসবে এ কোষ।
তবে কেউ কেউ মনে করছেন কৃত্রিমভাবে তৈরি এ প্রাণের কিছু বিপদও আছে। এটি জীবাণু অস্ত্র বানাতে ব্যবহৃত হতে পারে।
প্রেসিডেন্ট বারাক ওবামা এখনই এ ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিয়েছেন।
সেইসঙ্গে মার্কিন আইন পরিষদের জ্বালানি ও বাণিজ্যিক কমিটি এ বিষয়ে আগামী সপ্তাহে এক শুনানির আয়োজন করেছে, যেখানে এর ভালো মন্দ নিয়ে আলোচনা করা হবে।
সুত্রঃ রয়টার্স।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।