আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বে যা কিছু ধ্বংস লীলা তার শতভাগ করিয়াছে নারী,নিরব দর্শক তার নর-- রাহাত খান

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

কাজী নজরুল বলিয়া গিয়াছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর,অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর।নজরুল আজন্মই ভুলে ভুলে কাটিয়েছেন,তাই তো বলা হয় নজরুল তুমি করিয়াছো ভুল,দাড়ি কাটিয়া রাখিয়াছো চুল...যাওক গা... আইজ ছুটির দিনে এমন মেঘলা আবহাওয়া আর সারা রাতের ঝুম বৃষ্টির পরেও সকালে টিপ টিপ বৃষ্টি মন্দ না উপভোগের জন্য।একট আগে দেখলাম উপকুলীয় ঘুর্নিঝর লাইলার কারনে এই বৃষ্টি পাত,আর সেই সাথে উপকুলে ৩ নম্বর বিপদ সংকেত।আর কত? নার্গিস ,মালা ,লাইলাদের কারনে উপকুলের দূরে থাকা আমরা হয়ত বৃষ্টি উপভোগ করি কিন্তু উপকুলের মানুষদের কাছে এসব আতংকের নাম... সামুদ্রিক ঝর টাইফুন সাইক্লোন এসবের এমন অসংখ্য মেয়েলি নাম আমরা জানি...মালা,রিটা,নিন,ক্যাটরিনা,লিসা,রোজা,নার্গিস,আইলা,লাইলা... সভাবতই অনেকের মত আমার প্রশ্ন জাগে কেন মেয়েদের নামে এসব ঝরের নাম রাখা হয়?উওর জানতে চেষ্টা করে যা পেলাম তাই এখানে শেয়ার করছি... সাধারনত ঝরের নামকরন করে থাকে WMO (World Meteorological Organization)। তারা নানা অঞ্চলের জন্য আগে থেকেই করে রাখে একটি চার্ট,যা থেকেই নাম করন করা হয় ঝড় গুলির।সাধারনত ৭ বছর পর পর এসব নামের একটা পুনরাবৃত্তি দেখা যায়।১৯৫০ সাল থেকে ঝরের নাম হিসাবে মেয়েদের নাম আসা শুরু হয়।ম্যাটারোলজিস্ট রা তাদের গার্ল ফ্রেন্ড/স্ত্রীর নাম দিয়ে সাধারনত এসব নাম রাখেন!!!!!তবে যা জানা গেছে ,বিংশ শতাব্দির শুরুতে অস্ট্রেলিয়ান এক আবহাওয়াবিদ তার অপছন্দের একজন রাজনীতিবিদের নাম দিয়ে প্রথম ঝরের নাম রাখেন,যা মানুষের নামে প্রথম ঝড়!!!! তবে ২য় বিশ্ব যুদ্ধের পর থেকেই US নেভি মেয়েদের নাম প্রচলন করে!!আর তার পর থেকে এটাই রেওয়াজ হয়ে গেছে।)যদিও ছেলেদের নামেও অনেক ঝড়ের নাম করন করা হয়েছে,তবে তা সংখ্যায় কম) প্রচলিত একটা কথা আছে,”ফিমেইল অফ দ্যা স্পেসিস ইজ মোর ড্যাডলি দ্যান মেইল”….আসলে ঝড়ের নাম হিসাবে মেয়েদের নাম আসার এটাই গোপন রহস্য তবে WMO থেকে এটা বলা হয় যে,সাধারন মানুষের সাথে ঝড়ের তথ্য আদান প্রদানকে সহজতর করার জন্য সহজ এসব নাম (মানুষের) ব্যবহার করা হয়। WMO থেকে যেসব ঝড়ের নামের চার্ট করা হয়েছে তা পাবেন এখানে যাক সিনেপ্লেক্সে এভাটার আইছে,আইজ দেখার খায়েস আছে...ছুটির দিনটা সবার ভালো কাটুক... বিদ্রঃ ইহাকে কেউ নারী বিদ্বেষী পোস্ট ভাবিয়েন না... জাস্ট ফর ফান...টাইটেল টা এমন করিয়াছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।