বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এসএসসি/ও-লেভেল পাসের পর গ্রাজুয়েশন সমপন্ন করতে সর্বনিম্ন ৬ বছর সময় লাগে। কিন্তু মাত্র ৩ বছর ৮ মাসেই সেই কৃতিত্ব অর্জন করেছেন পারদানা কলেজ অব মালয়েশিয়ার শিক্ষার্থী এমাদ উদ্দিন ফজলুল্লাহ্। এটা সম্ভব হয়েছে শুধু এ কলেজের শিক্ষাপদ্ধতির কারণে।
এইচএসসির পর পারদানাতে যে বিষয়গুলোতে গ্রাজুয়েশন করা যাবে তা হলো— বিবিএ, বিআইএস, বিএ অনার্স, একাউন্টিং (অঈঈঅ ঋ১-ঋ৯) মোবাইল কমিপউটিং, আইটি, কমিপউটার সায়েন্স ইত্যাদি। আরও তথ্য জানতে যোগযোগ করতে পারেন ০১৮১৭-১৪১৭৭৭, ৯৮৮৮০৮৮ নম্বরে বা ব্রাউজ করুন—
http://www.perdanacollege.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।