যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
ব্লগের নতুন থিউরী, "প্রতিটা পোস্টে স্বতন্ত্র মূল্যায়ন" বা Unique evaluation of every post বলতে প্রতিটি পোস্টকে একটা আলাদা স্বত্বা ধরে নিয়ে তাকে মূল্যায়িত করাকে বোঝানো যেতে পারে। প্রতিটি ব্লগার তার অসংখ্য বিশ্বাস নিয়ে লেখে, পড়ে ও প্রতিক্রিয়া ব্যক্ত করে। তার সব লেখা এমন অসংখ্য বিশ্বাসের পরিচয় বহন করে। তবে একটা লেখা যে বিশ্বাস, বক্তব্য ও সৃজনশীলতা স্পষ্ট ও ব্যক্ত করে পাঠকের প্রথমত সে বিষয়টাতে মনোনিবেশ করা প্রয়োজন।
একজন ব্লগার প্রতিটি লেখায় নতুন একটা নির্মাণের গল্প বলেন।
নতুন একটা দৃষ্টির কথা জানান। একটা নতুন অনুভূতি, অনুভব আর অভিজ্ঞতার কথা বলেন। এভাবে ব্লগার পরিনত হন অসংখ্য বিচিত্রতার মিশেল এক চরিত্রে। ব্লগার তখন যা লেখেন তাই হয়ে ওঠে তার এ যাবত পর্যন্ত পাঠকের সামনে উপনীত হওয়া সামগ্রিক রূপে। "প্রতিটি পোস্টে স্বতন্ত্র মূল্যায়ন" মতবাদ এ ধারণার বিপরীতধর্মী।
এ মতবাদে প্রতিটা লেখার পেছনে ফুঁটে উঠবে একজন ভিন্ন মানুষ। ভিন্ন একজন ব্লগার। একজন ব্লগারকে তার প্রতিটি লেখার জন্য ভিন্নভাবে মূল্যায়িত করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।