আমাদের কথা খুঁজে নিন

   

জোকস গুলো পড়ে মনকে প্রফুল্ল রাখুন...

আগামীর স্বপ্নে বিভোর...

সবাই বলেন মানুষকে কাঁদানো সহজ কিন্তু হাসানো কঠিন। আর কঠিন কাজ গুলো আমাকে দিয়ে কখনোই হয়নি আর হবে বলেও মনে হয়না। তারপরও একটা সুযোগ নিলাম দেখি হাসাতে পারি কিনা। জোকসগুলো পড়ে আমি এখনো খুব হাসি। ১. উকিল ডাক্তারকে : আচ্ছা পোষ্টমর্টেম শুরু করার আগে কি লোকটার নাড়ি টিপে দেখেছিলেন ? - না লোকটার রক্তচাপ দেখেছিলেন ? - না লোকটা নি:শ্বাস নিচ্ছে কিনা খেয়াল করেছিলেন ? - না তা হলে এটা কি সম্বভ নয় যে পোষ্টমর্টেম করার সময় লোকটি জীবিত ছিল? - না - কি করে আপনি নিশ্চিত হলেন ?" - কারণ লোকটার মাথার ঘিলু আমার সামনে বোতলে ছিল " কিন্তু তা সত্তেও লোকটা বেচে থাকেত পারে - পারে না ? ডাক্তার একটু চুপ করে থেকে এখন মনে হয় পারে হয়তো বেচে থেকে কোথাও ওকালতি করছে।

২. মেয়ের বাবার কাছে পাত্র হিসাবে ছেলেটি গিয়েছে সাক্ষাতকার দিতে। মেয়ের বাবা : সিগারেট খাও ছেলে: হ্যাঁ। মেয়ের বাবা : মদ খাও ছেলে: হ্যাঁ। মেয়ের বাবা : বার,নাইট ক্লাবে যাওয়ার অভ্যেস আছে ? ছেলে: হ্যাঁ। মেয়ের বাবা : সবই তো দেখছি negative. positive কিছু নাই ?? ছেলে: হ্যাঁ।

তাও আছে । মেয়ের বাবা : কি সেটা? ছেলে: আজ্ঞে HIV মানে HIV positive. ৩. মিস্টার এবং মিসেস চৌধুরী পার্টিতে গেলেন, বাসা সামলানোর দায়িত্ব দিয়ে গেলেন কাজের ছেলে জুম্মনকে। পার্টিতে ঘন্টাখানেক কাটিয়ে বিরক্ত হয়ে মিসেস চৌধুরী ফিরে এলেন, মিস্টার চৌধুরী রয়ে গেলেন সামাজিকতার খাতিরে। বাসায় ফিরে এসে মিসেস চৌধুরী জুম্মনকে খুঁজে পেলেন ডাইনিং রুমে। তিনি খানিকক্ষণ উসখুস করে জুম্মনকে ডেকে নিয়ে গেলেন নিজের বেডরুমে।

'জুম্মন, আমার শাড়িটা খোল। ' হুকুম করলেন তিনি। জুম্মন কোন কথা না বলে হুকুম তামিল করলো। 'এবার আমার ব্লাউজ খোল। ' বললেন মিসেস চৌধুরী।

জুম্মন সেটাও পালন করলো। এবার মিসেস চৌধুরী নিচু গলায় বললেন, 'আমার পেটিকোটটা খোল জুম্মন। ' জুম্মন খুললো। মিসেস চৌধুরী জুম্মনের চোখে চোখ রেখে বললেন, 'আর কোনদিন যদি দেখি আমার জামাকাপড় গায়ে দিয়ে বসে আছিস, কানে ধরে বাসা থেকে বের করে দেবো!' ৪. কার্তিকদা বলছে, ‘ইন্ডিয়াতে যা হই নি আমেরিকাতে তাই হলো’। - কি হলো ? - এক আমেরিকার মেয়ের কাছে গেলাম, হাত ধরলাম, আর ইন্ডিয়াতে যা হই নি তাই হলো।

- কি হলো আর ? - মেয়েটি কিছুই বলল না। তারপর আমি মেয়েটির সাথে তার বাসায় গেলাম। আর ইন্ডিয়াতে যা হই নি তাই হলো। - তা হলো...? - মেয়েটির বাসায় গিয়ে তার বেডরুমে গেলাম। আর ইন্ডিয়াতে যা হই নি তাই হলো।

- আর কি হলো, বলো না ? - মেয়েটি কিছুই বলল না। তার স্বামী এলো। আর.... - আর ? আর কি হলো ? - আর কি হবে ? ইন্ডিয়াতে যা হয়, তাই হলো। ইচ্ছামতো পেটালো !!! ৫. এক কিপ্টে লোক ডাক্তার এর কাছে গেল ইউরিন টেস্টের জন্য। টেস্ট শেষ করে সে তার ইউরিনের বোতল সাথে নিয়ে বাসায় চলে এল, তখন তার স্ত্রী এইটা দেখে অবাক হয়ে বলল, সে কি ? তুমি এইটা নিয়ে এলে কেন ? লোকের জবাব, ডাক্তার বলেছে আমার ইউরিনে নাকি সুগার আছে, এখন চিনির যে দাম, তাই এইটা সাথে করে নিয়ে এলাম।

আরো জোকস পড়তে আমার আগের পোষ্ট গুলো দেখুন অথবা এইখানে ক্লিক করুন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.