আমাদের কথা খুঁজে নিন

   

রোমান্টিক গল্প: বিকজ আই লাভ ইউ(৩)

Someone become successful and someone not but man loves and will love
রোমান্টিক গল্প: বিকজ আই লাভ ইউ (১) রোমান্টিক গল্প: বিকজ আই লাভ ইউ (২) ৩ পর পর দুইদিন সেই নির্দিষ্ট স্হান অর্থাৎ কৃষ্ণচূড়া গাছের নিচে আকাশকে খুঁজল বৃষ্টি, কিন্তু তার দেখা পেল না। বুঝল, তার অনুমান ঠিক আকাশের কিছু একটা হয়েছে হয়তো, কিন্তু বৃষ্টিতো আকাশের নাম ছাড়া ঠিকানা জানে না। আকাশ থেকেই তো বৃষ্টির সৃষ্টি। আকাশই শুধু বৃষ্টির ঠিকানা জানে কিন্তু বৃষ্টিতো নাম ছাড়া কিছুই জানে না। আরও কয়েকদিন আকাশকে দেখলো না বৃষ্টি।

বৃষ্টির মনটা খারাপ হয়ে আছে। ঠিকভাবে খাওয়া-দাওয়াও করে না, কলেজেও ঠিক ভাবে যায় না। সারাক্ষণ আনমনা হয়ে কি যেন ভাবে। সে বুঝে গেছে আকাশের জন্ম যেমন বৃষ্টির জন্য, তেমনি বৃষ্টির জন্মও আকাশের জন্য। এদিকে বাসার সকলে বৃষ্টির এ অবস্হা দেখে তারা সন্দেহ করে বসল বৃষ্টির হয়তো কিছু একটা হয়েছে।

জোরাজোরি করতেই বৃষ্টি সব বলে ফেলল- আকাশকে সে ভালবাসে, তাকে ছাড়া সে বাঁচবে না। বৃষ্টি মা বাবার একমাত্র সন্তান। কোনদিন মেয়ের কোন আবদার তারা অপূর্ণ রাখেনি। তাই বৃষ্টির এই আবদারেও তারা সম্মতি দিল এবং আকাশকে খুঁজে বের করতে উৎসাহ দিল। কিন্তু এতবড় শহরে তাকে সে কিভাবে খুজে পাবে? কেউ যদি ইচ্ছে করে লুকিয়ে থাকে বা ধরা দিতে না চায় কাহলে তাকে বের করা খুব কষ্টকর।

যার শুধু নাম ছাড়া কিছু জানা নেই তাকে সে কিভাবে খুজবে? চলবে......................
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।