h
বালুরঘাট থেকে আগত সেখানকার রাণীমার ছেলে সরজ আগরওয়াল (১২/১৩) একখানা নতুন খাতা এগিয়ে দিল পরমপূজ্যপাদ শ্রীশ্রীদাদার হাতে। শ্রীমানের প্রার্থনা- শ্রীশ্রীদাদা যেন তার খাতায় কিছু লিখে দেন।
শতশত মানুষের ভীড়। কত শত সমস্যা নিরসনে রত পরমপূজ্যপাদ শ্রীশ্রীদাদা খাতাটা হাতে নিয়ে নিমেষের মধ্যে লিখে দিলেন-
“লেখাপড়া ভাল ক’রে
যেই জন সদা করে
এতটুকু ফাঁকি নাহি দেয়
মায়ের মনের মত
হতে চায় অবিরত
মায়ের আশীষ সাথে নেয়
পিতার সে অনুরক্ত
গুরুর পরম ভক্ত
তাঁরে ছাড়া কিছু নাহি জানে
বিধাতার আশীর্বাদে
সব ভুল প্রমাদে,
রক্ষা পায়, পূর্ণ হয় জ্ঞানে।”
― শ্রীশ্রীদাদা
১৪.০৪.৯৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।