আমাদের কথা খুঁজে নিন

   

দুরন্ত খোকা....

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

কী করছ খোকা? হাসছ কেন বোকা? কীসের এত খুশি? মারব কী এক ঘুষি? না মা, মেরোনা তুমি দেখছ না, উড়াচ্ছি ঘুড়ি। এখন আমার মন ভাল নেই বলোনা , হেফজ কর ছড়াটা সেই। পড়ায় কেন দিচ্ছ ফাঁকি? খোকাবাবু তোমার ইচ্ছেটা কী? অল্প বয়সে উদাসীন কেন এত? করছ তুমি অকাজের কাজ যত? অকালপক্ক প্রবীণ আমার, ভবিষ্যত তোমার আধাঁর। ডাব্বা মারবে যখন, আমায় করবে স্মরণ। যাই বল মা তুমি, ঠিক্ উড়াব আমি ঘুড়ি। মন আমার মানবে না মানা, এখন আমার কাজ লাটাই টানা....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।