আমাদের কথা খুঁজে নিন

   

ক্লান্তির মনপঞ্জী

শিশিরজলে ধোয়া আমার দু'চোখ

প্রবহমান নদীর মত আপোষে আপোষে চলছে জীবনের গল্প বুনন। কত শত বোধ, প্রতিজ্ঞা, প্রতিবাদ, উদ্দিপনা আর সহজ আকাঙ্খায় গড়ে ওঠা সুনীল স্বপ্ন! অথচ কালের মানচিত্রে কে যেন এঁকে দেয় সমস্ত স্বপ্নের অবধারিত মৃত্যরেখা। তাই হৃদয়ের তুমুল বর্ষায় মৃত্যুন্মুখ স্বপ্নেরা পরাজয়ের বৃষ্টি ঝরায়। ক্রমাগত দ্বিধান্বিত হই। বিতৃষ্ণায় বিতৃষ্ণায় সময় স্রোতের খড়কুটো হতে ইচ্ছে জাগে। দেখি, ভেতরে জেগে থাকে বোধের সাঁতার, তাই খড় হয়ে ভেসে যাওয়া হয়না আর। অন্তর্গত ক্ষোভ ডিঙিয়ে পুনর্বার স্বপ্ন সাজাই। আহা, স্বপ্ন দেখা এমনই এক অসুখ! স্বপ্ন অর্থাৎ তার প্রতিবিম্বে পরাজয় স্বপ্ন অর্থাৎ শেষতক বিতৃষ্ণার জল স্বপ্ন অর্থাৎ ভীষন নিরাশ্রয়ী সুখ উহ! অসহ্য...অসহ্য....অসহ্য..... তবু অজ্ঞেয় উদাসীনতায় দৃষ্টি আকাশ ছুঁলে মায়াবী মেঘ দেখে নেচে ওঠে হৃদয়, হৃদয় জেনে যায় কতটা গহীনে লুকানো থাকে বাঁচার প্রত্যয়! ভ্রান্ত পথিক তাই হেঁটে যায় পৃথিবীর পথে...নিরবধি....অবাক নির্লিপ্ততায় ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।