রিয়ালের সঙ্গে মরিনিয়োর চুক্তির মেয়াদ ২০১৬ সাল পর্যন্ত ছিল। কিন্তু ব্যর্থতা নিয়ে তিন বছর আগেই এই পর্তুগিজ কোচকে চলে যেতে হচ্ছে।
নিজেদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাবাউয়ে এক সংবাদ সম্মেলনে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, “জোসে মরিনিয়োর সঙ্গে কথা বলে আমরা এই মৌসুম শেষে তার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। সম্পর্ক শেষ করার যে এখনই সঠিক সময়, সে ব্যাপারে ক্লাব-কোচ দুই পক্ষই একমত। ”
স্প্যানিশ লা লিগায় রিয়ালের আরো দুটি ম্যাচ বাকি আছে।
আগামী সপ্তাহে ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে মরিনিয়োর অধীনে শেষ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ।
কয়েক মাস ধরেই রিয়ালের সঙ্গে মরিনিয়োর সম্পর্কচ্ছেদ হতে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল ইউরোপের ফুটবলাঙ্গনে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি প্রমাণিত হলো।
মৌসুমের শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতলেও এরপর আর সাফল্য পায়নি রিয়াল।
টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায়, বার্সার কাছে লা লিগার শিরোপা হারানো এবং শেষ আশা কিংস কাপের ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে যাওয়ায় ব্যর্থতা নিয়েই বিদায় নিতে হচ্ছে মরিনিয়োকে।
তবে এবার ব্যর্থ হলেও দলকে কম সাফল্য এনে দেননি ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত মরিনিয়ো। পোর্তো ও ইন্টার মিলানের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মরিনিয়ো ২০১০ সালে রিয়ালে যোগ দেন। পরের বছরই ১৮ বছর পর কিংস কাপে চ্যাম্পিয়ন হয় স্পেনের সফলতম ক্লাবটি। টানা তিন মৌসুম পর গত মৌসুমে লা লিগার শিরোপাও পুনরুদ্ধার করে তারা।
মরিনিয়ো যোগ দেয়ার আগে টানা ছয় মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় নিলেও মরিনিয়ো-যুগে তিন বারই ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতাটির সেমিফাইনালে ওঠে রিয়াল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।