আপাতত ঘুরপাক খাচ্ছি!
১। জলকন্যা
ডাহুকের ডাকঘরে কান্না জমা দিয়েছি। অতন্দ্র রজনী যাবে কেটে। ভাল থাকা এখন নেহায়েত সহজসাধ্য উপবাস। বাসী খাবার।
নোনতা স্বাদ। তুমি এবং তোমরা ভাল থেকো। দুধেভাতে। মসলিন কাপড়ে। জলকন্যা ভাল থেকো মেঘের সাথে।
মঙ্গলের সাথে।
২। সব বৃষ্টি কি নদী ভরায়
বৃষ্টি নিয়ে মূখর দিন যাচ্ছে লোকালয়ে। কেউ হেরে গলায় গায়। কেউ চা কফির সুগন্ধে মন ভরায়।
অরুন জ্যোতি কৃষ্ণচূড়া তলে যায়। আমার দৃষ্টিতে কোন বৃষ্টি নেই। সব বৃষ্টি আজ বুকের মধ্যে। সব বৃষ্টি কি নদী ভরায়। কিছু থাকে চোখের গভীরে।
বুকের ধরায়।
৩। আধখানা চাঁদ
আধখানা চাঁদ শুয়ে আছে আকাশে
রাতের বিছানা শীতল মেঘে মাখা
তারার বাতি ঝিকমিক জ্বলে দূরে
ঘুমাবে না আর হেয়ালী চাঁদ।
আধখানা মন পোড়ে জমিনে
একখানা মন ভেঙ্গে হয়েছে দুখানা
তাই একখানা করে দুখানা মন
পোড়ে দুদিকে।
সাঁওতালী মেঘ যায় দূরে
চাঁদখানাও ধীরে ধীরে পোড়ে
ছাই হয় বুকখানা আকাশ জুড়ে।
ছবি: নিজস্ব এ্যালবাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।