দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার ফল আজ শনিবার বেলা একটায় প্রকাশিত হয়েছে। আটটি শিক্ষা বোর্ডে পাসের গড় হার ৭৮.১৯%। মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি (ভোকেশনাল) শিক্ষা বোর্ডে পাসের গড় হার যথাক্রমে ৮৬.৭০% ও ৮১.৮৪%।
আট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬২,১৩৪ শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ২০,৭৫৫ ও ৭২।
আটটি বোর্ডে পাসের হার যথাক্রমে ৭৭.৯৯% (ঢাকা), ৭২.৩১% (চট্টগ্রাম), ৭৯.১৮% (যশোর), ৮১.০৩% (কুমিল্লা), ৮৫.৬১% (রাজশাহী), ৭১.৭০% (দিনাজপুর), ৭৪.৬৪% (বরিশাল) এবং ৭৮.৪২% (সিলেট)।
বেলা একটায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী গণভবনে গিয়ে ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।
এবার ২,৯২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। আর ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ডের সরবরাহ করা ই-মেইল ঠিকানার মাধ্যমেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফল ডাউনলোড করতে পারবে। এ ছাড়া যেসব পরীক্ষার্থী শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে ই-মেইল র্িঠকানা ফল প্রকাশের আগে পাঠাবে, তারা তাদের সংশ্লিষ্ট মেইলে বিষয়ওয়ারি গ্রেডসহ ফল পাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।