স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......
সামুতে ব্লগারদের সহনশীলতার অভাব লক্ষ্য করছি। কারো পোস্ট কারো মন মত বা মতাদর্শবিরোধী হলেই গালাগালি আর যা-তা লিখে মন্তব্য করা শুরু হয়ে যায়। কোনো কোনো পোস্টে আঞ্চলিকতা নিয়েও মহা গালাগালি দেখলাম। দলীয় প্রপাগান্ডামূলক পোস্টের কথা নাই বা বললাম। আমার ব্যক্তিগত মত হছে ব্লগারদের নিজস্ব রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, যে কারো আধিকার আছে বি এন পি/ আওয়ামিলীগ বা অন্য কোন দল সমর্থন করার।
এটাই গণতন্ত্র। গণতন্ত্রে আপনার মতামতকে আমার শ্রদ্ধা করতে হবে, তেমনি আমার মতামতকেও আপনার শ্রদ্ধা করতে হবে। আমার কোন মতামত আপনার ভালো না লাগলে যুক্তি দিয়ে তা খন্ডন করুন গালাগালি দিয়ে নয়।
খালেদা হাসিনার পক্ষ নিয়ে অকথা বলতে গিয়ে আপনি আমি কেন গালাগালি করব? তাদের ভাল কাজকে ভালো বলুন, খারাপকে খারাপ বলুন। আপনি আমি কোনো একটা দল কে সাপোর্ট করি বলেই তাদের সব অন্ধভাবে সমর্থন করব? এটা ঠিক না।
আমাদের রাজনীতিতে উত্কর্ষতা আসছেনা শুধুমাত্র এই কারণে। আমাদের পারস্পরিক সহনশীলতার বড়ই অভাব। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করি, তা হোক ভালো কিংবা মন্দ। এসব গালাগালি শুধু দলীয় পোস্টে না, যে কোনো কারণে কোনো পোস্টে মতের অমিল হলেই কিছু ব্লগার গালাগালি করে মন্তব্য দিচ্ছেন। আজকেই সিলেটের একটা আঞ্চলিক পোস্ট নিয়ে দেখলাম একজন আরেকজনকে ইচ্ছেমত গালাগালি করছে।
এটা কাম্য নয়।
সামুতে আছি অনেকদিন, জানামতে কাউকে ব্যক্তিগত আক্রমন করে কোনো মন্তব্য করিনি। আজকাল কথা উঠছে সামুর মডারেটররা পক্ষপাতিত্ব করছেন কিছু ব্লগারদের জন্য। আমি ব্যক্তিগতভাবে সামুর কাউকে চিনিনা, তবে যতদুর দেখেছি অভিযোগ করার পর তারা পদক্ষেপ নিচ্ছেন(হয়ত কখনো কখনো একটু সময় বেশি নিচ্ছেন ). আর আমার মতে কোনো মানুষ এ নিরপেক্ষ না, তাই যতই নিরপেক্ষ থাকার চেষ্টা করুন আপনার অজান্তেই কিছুটা পক্ষপাতিত্ব আসবে। তাই এসব ছোটখাটো ব্যাপারে আমাদের আরো সহনশীল হতে হবে।
আমি মনে করেই ভদ্রভাবে সবকিছু মোকাবেলা করা যায়, অন্ধভাবে কোন কিছুই সমর্থন করা ঠিক না। ভালোকে ভালো বলুন, মন্দকে মন্দ, তা আপনার দলের লোক করুক আর বিরোধী দোল করুক. সবশেষে সবার প্রতি আহবান, আসুন গালাগালি মুক্ত ব্লগিং করি, সচ্ছ সুন্দর জুক্তি দিয়ে অন্যের সঙ্গে তর্ক করি. সবাই ভালো থাকুন.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।