আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত রিয়েলিটি শো...



সারা বিশ্ব এখন মেতেছে রিয়েলিটি শো’র নেশায়। আর তার ছোঁয়া লেগেছে এখন আমাদেরও দেশে। সব দেশেই যখন এই রিয়েলিটি ঝড় শুরু হয়েছে তখন আমাদের দেশ তো বাদ যাওয়ার কথা নয়। বলা যায়, এটা ব্যবসার একটি নতুন ধারা। যেহেতু বাংলাদেশে এই ছোঁয়া লেগেছে তাই অস্ট্রেলিয়াও আর পিছিয়ে পড়ে থাকতে চায় না।

তবে অস্ট্রেলিয়ার এই টিভি রিয়েলিটি শো টি একটু ভিন্ন ধরণের। মানে, বলা যায় কিছুটা উদ্ভট প্রকৃতির। এখন পর্যন্ত যে সব তরুণ তরুনী কুমার বা কুমারী (ভার্জিন) আছেন তাঁদের সেই কুমারীত্বকে নিলামে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন মেলবোর্নের চলচ্চিত্র পরিচালক জাস্টিন সিসেলি। আর এই কাজটিই তিনি করবেন রিয়েলিটি শোর মাধ্যমে। এই শো দিয়েই পরে তৈরি করা হবে একটি তথ্যচিত্র।

কুমারীত্ব নিলামে তোলা হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি পতিতালয়ে। কুমার বা কুমারীত্ব নিলামে তুলতে ইচ্ছুক এমন তরুণ তরুনীদের প্রায় এক বছর ধরেই খুঁজছেন সিসেলি। ইতোমধ্যেই অনেক তরুণ তরুনী ওই শো য়ের জন্য নাম নিবন্ধন করেছেন। আর এই ঘটনায় পতিতাবৃত্তির ব্যবসার অভিযোগ উঠতে পারে বলে আইনী জটিলতা এড়াতে রিয়েলিটি শো টি হবে যুক্তরাষ্ট্রে। এই রিয়েলিটি শো’ তে অংশ গ্রহণ করা প্রত্যেক তরুণ তরুনীকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে ২০ হাজার ডলার।

আর ভার্জিনদের নিলামে অংশ নিতে হবে ক্যামেরার সামনেই। তাই নিলামে ওঠা নিজের ভার্জিনিটির ৯০ শতাংশই দেওয়া হবে তাঁদের। আর ১০ শতাংশ পাবে সংশ্লিষ্ট পতিতালয়। তাহলে বোঝা যাচ্ছে যে, নিছক খেয়ালের বশেই এই নিলাম এবং রিয়েলিটি শো। কারণ এতে জাস্টিন সিসেলির কোনো লাভ এখনো দেখা যাচ্ছে না।

টাকা দিয়ে শুধু শুধু কিছু তরুণ তরুণীর ভার্জিনিটিকে বিকিয়ে দেয়া মাত্র। ভার্জিনিটি নিলামে ওঠার আগে অনলাইনে দর কষাকষি হবে। অংশগ্রহণকারীদের ধারণা, এর মাধ্যমে টাকা উপার্জন ও শারিরীক সম্পর্ক সম্পর্কে মানুষের ধারণা বদলে যাবে। আর এটা ঠিক যে, এর ফলে জন সমক্ষে সতীত্ব বিক্রি হয়ে যাবে। কিন্তু এটাকে পতিতা বৃত্তি বলা যাবে না।

কারণ এই সতীত্ব তো মাত্র একবারের জন্য বিক্রি হবে। এক্ষেত্রে আবার তরুণদের ভিন্ন মত। তাদের কাছে টাকাটাই বড় কথা। এই হলো আর্ন্তজাতিক রিয়েলিটি শো’র বিষয়। আমাদের এখন ভয় হয়।

কারণ আমরা তো অনুকরণ প্রিয় জাতি। নতুন যে কোনো বিষয় আমরা সহজেই গ্রহণ করি। আমাদের দেশেও হয়তো কোনো দিন এ রকম কুমারীত্ব বিক্রির রিয়েলিটি শো’র আয়োজন করা হবে। টাকার কাছে হারাবে অনেক তরুন তরুনীর কুমারিত্ব। হে ঈশ্বর এমন হওয়ার আগেই আমাদের শিক্ষিত করে দাও, আমাদের অন্ধ চোখে আলো ফিরিয়ে দাও!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.