আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রুপের মুখে বিবার

‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ পুরস্কার গ্রহণ করতে মঞ্চে ওঠার সময় উপস্থিত দর্শকদের ছুড়ে দেওয়া বিরূপ মন্তব্যের শিকার হন পপতারকা জাস্টিন বিবার। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘দ্য সান’ জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ দর্শকদের কাছ থেকে বিরূপ মন্তব্য শুনতে হলেও বিবার পুরস্কারটি গ্রহণ করেন। এরপর বলেন, “আমি এমন একজন শিল্পী, যাকে ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত।
১৯ বছর বয়সী বিবার এ বছর পেয়েছেন ‘মাইলস্টোন অ্যাওয়ার্ড’; যা সংগীতজগতের একটি বিশেষ সম্মাননা। ওই আসরের ‘আর্টিস্ট অফ দ্য ইয়ার’-এর খেতাবও অর্জন করেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।