i love somewhere blog.
মানুষ মাত্রয় ভূল, সে যে হোক প্রধান মন্ত্রী, মন্ত্রী, রাষ্টপতি বা বিজ্ঞানী, প্রকৌশলী ।
আমি যতটুকু জানি এক মাত্র ফেরেশতা ও আল্লাহ ব্যাতিত কেউ ভুলের উর্ধ্বেনয।
মানুষ তার কর্মজীবণে কথাবার্ত, হাটা চলা, লেনদেন ইথ্যাদিতে সাধারণ ভুলত্র“টি থাকা স্বাভাবিক, তেমনি কথা বার্তা বলার সময়ও সাধারণ অপ্রাসঙ্গীক ও ভুল শব্দ উচ্চারণ করেথাকে সব মানুষ।
আমি নিজেও বহুবার অনেক সময় কর্মক্ষেত্রে পারিবারিক জীবণে, বন্ধুদের সাথে কথাবর্তা বলারসময়, কাজকর্ম করার সময় বহু ভুল করে থাকি।
যে কোন মানুষ হাটতে গেলে হোছট খাবে এটা স্বাভিাক,
কিন্তু আমাদের মত কিছু হীন মনের মানুষ অন্যজনের সাধারণ ভুল শব্দ উচ্চারণকে এমন ভাবে এটাকে নিয় হস্যবিদ্রুপ ও ঠাট্টা বিদ্রুপ করে থাকে যে সে নিজে ফেরেশতা বা শয়তান।
আসুন দেখি এই রকম কিছু ভুল শব্দ উচ্চারণের কারণে কিছু মানুষ আমাদের হীন মনের কারণ তার রেহাই পাননি তিরিষ্কার হাত হতে।
১) ২০০১ সালের তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট মন্ত্রী এক ছোট বাচ্চা মেয়ে বাবার কোলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় । ঐ মন্ত্রী আলতাফ হোসেন বলেছিলেন ( আল্লাহর মাল আল্লাহ নিয়েগেছে) কিন্তু এটা প্রকিৃত পক্ষে তিনি সত্য কথায় বলেছেন। হয়তো তিনি স্বরাষ্টমন্ত্রী হিসেব সেই কথা বলাটা ভুল হয়েছিল । আমার মনেহয় তিনি এটা অবেগের কারণে ভুল শব্দ উচ্ছারণ করেছিলেন কিন্তু কিছু হীনমনের মানুষের কারণ তিনি ঐ সময় মারাত্বক হাস্যও বিদ্রুপের মুখে পড়েন।
২) বর্তমান বাণিজ্য মন্ত্রী জনাব ফারুক খানও একই ভাবে একই রকম এটি বির্তকে পড়েছেন।
মানুষের কম খাওয়ার পরামর্শের ব্যাপারে। যদি সত্য কথা বলি তিনি এটা যর্থাতই উচিত কথা বলেছেন। কিন্তু বলার ভঙ্গী ও সঠিক শব্দউচ্চারণের কারণ তিনিও আমাদের হীন মনে শিকার হন। যেমন আপনি তরকারী দিয়ে ভাত খেলেও আপনার পেট ভরবে আবার ফাইভ ষ্টার হোটেলের বিরিয়ানি খেলেও আপনার পেট ভরবে।
এখন প্রশ্ন আপনি আপনার পেট টা কি দিয়ে ভারাবেন। বিরায়ানি না সাধারণ তরকারী ভাত দিয়ে। আমার মনে হয় ফারুক সাহেব এই কথাটা আমাদের বুঝাতে চেয়েছেন। কিন্তু দেখলাম এই কথা টা সবাই বুঝেও তারপরও তাকে নিয়ে গত দুই/তিন যাবৎ হাস্যরস সৃষ্টি করতেছি আমরা। তবে এটা টিক যে মন্ত্রী হিসেবে ফারুক সাহেবের প্রচুর ভুলও অদক্ষতার পরিচয় দিচ্ছেন।
কিন্তু আমার তার কাজের সমালোচনা করে , সমালোচনা করতেছি তার ভুল শব্দ উচ্চারণকে। আমার মনে হয় এটা সামালোচনা নয় এটা আমাদের এক রকম ঠাট্টা ও মশকারী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।