আমাদের কথা খুঁজে নিন

   

ধরা যাক কবিতাটা তসলিমা নাসরিনকে নিয়ে

শেষ বলে কিছু নেই

কিছুতেই আলোটাকে যায় না নেভানো, থেমে থেমে জ্বলছে, নিভছে আবার জ্বলছে... প্রেতাত্মাদের বিষ-নিঃশ্বাসে ম্রিয়মান তবু পতঙ্গ ব্যূহ ফুঁড়ে নাড়িয়ে দিচ্ছে অন্ধকারের খোলনলচে... মাটির প্রতিমার মত আবক্ষ মানবীরা আকাশের দিকে হাত তুলে আছে; মেঘেদের কাছে ওরা কী চায়? মেঘপুরুষও দেখি বিপুল বিক্রমে বজ্র-বিদ্যুতে ঝর ঝর করে বৃষ্টি-বীর্য ঝরায়! কাদামাটির অলৌকিক জোসনাধারায় অযুত নিযুত শুক্রকীট সাঁতরে সাঁতরে ধাবিত হয় অবিমিশ্র ডিম্বরেণুর দিকে, তবু আজও মানবীরা, আসমুদ্রহিমাচল- দুপুরের কাছে মাথানত করে আছে; অভিমানে বিকেলের রং ক্রমশঃ ফিকে... সেইসব মানবীরা ‘নারীমুক্তি’ থেকে অনেক দূরে সরে গেছে- পরাভূত রক্তের আদিম টানে; তবু আছে কোথাও কেউ, যার কলম খাতায় খাতায়, বিবেকের সরণিতে বিপ্লব টেনে আনে বিষম ঝড়েও আলোটাকে যায় না নেভানো, থেমে থেমে জ্বলে, নেভে আবার জ্বলে... একদিন মানব-মানবী বিকেলের উজ্জ্বল রোদে মাথা তুলে দাঁড়াবে ঝড় আলোকে গল্প বলে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।