আমাদের কথা খুঁজে নিন

   

ঘুসি খেলেন মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লারস ভিল্কস

জেলখানাতে যাওয়া প্রত্যেক বালেগ নর-নারীর জন্য অবশ্যই প্রয়োজনীয়।
ধর্মের বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র এঁকে বিতর্কিত সুইডিশ কার্টুনিস্ট লারস ভিল্কস। পুষে রাখা ক্ষোভের ঝাল মেটাতে এক ব্যক্তি ঘুসি মেরেছেন তাঁকে। গত মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমের উত্তরে উপসালা বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ২০০৭ সালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র এঁকে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন লারস ভিল্কস।

অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে যখন এটি একটি সুইডিশ আঞ্চলিক দৈনিকে প্রকাশিত হয়, এর বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দাঝড় ওঠে। বিশেষ করে মুসলিম সম্প্রদায় ওই ব্যঙ্গচিত্র সহজভাবে নিতে পারেনি। পুলিশ জানায়, হামলার সময় ঘটনাস্থলে প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন। লারস ভিল্কস যখন সেখানে বক্তৃতা দিতে উপস্থিত হন, দর্শক সারি থেকে পাঁচজন দাঁড়িয়ে চিৎকার করে তাঁকে থামতে বলেন। এর পরও লারস তাঁর বক্তৃতা শুরু করেন এবং তা চালিয়ে যেতে থাকেন।

একপর্যায়ে লারস ধর্মের ওপর কিছু বলেন এবং একটি তথ্যচিত্র দেখান। সম্ভবত এই তথ্যচিত্রই কয়েকজন দর্শক-শ্রোতাকে ক্ষুব্ধ করে। এ ব্যাপারে লারস ভিল্কস বলেন, ‘সামনের সারি থেকে একজন হঠাৎ সবেগে ছুটে আসে আমার দিকে এবং আমার মাথায় একটি ঘুসি মেরে বসে। এতে আমার চশমা পড়ে যায়। ’ ঘুসিতে সামান্য একটু চোট লেগেছে বলে তিনি জানান।

সুত্র- প্রথম আলো, পিটিআই। Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।