মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ!
আজকের প্রথম আলো পড়তে গিয়ে একটি খবর দেখে অবাক হয়েছিলাম, রাগও হচ্ছিল মাওলানাদের উপর। দেওবন্দের আলেমরা নাকি ফতোয়া দিয়েছেন নারীদের বাইরে কাজ করা হারাম।
তাই আরো অন্যান্য জায়গায় চেক করতে গেলাম, আমাদের সময় দেখলাম, সেখানেও দেখি একই খবর। তবে ঐ পত্রিকা আরো লিখেছে কোন কোন আলেম তার বিরোধিতাও করেছেন, আবার একজন শিয়া আলেম সরাসরি হারাম না বললেও পুরুষ থাকলে নারীদের রোজগারের প্রয়োজন নেই, সেটা বলেছেন।
মনটা একটু দমে গেল, ভাবছিলাম এটা কি হলো? দেওবন্দের আলেমরা আর কত পিছনে হাঁটবেন? বৃটিশ আমল থেকে শুরু হয়েছে এই পিছনে পথ চলা, আর কি কখনো সামনে এগিয়ে যাবার রাস্তা দেখাবে না আমাদের আলেমরা?
এবার একটু ভারতের পত্রিকাগুলো দেখি।
দেখুন ইকোনমিকস টাইম্স । এখানে আরেকটি লিঙ্ক দিলাম।
এ দুটো পত্রিকার খবর ভাল করে দেখলে বোঝা যায়, দেওবন্দের আলেমরা বলেছেন যেসব সরকারী ও বেসরকারী অফিসে নারীদেরকে পর্দা ছাড়া পুরুষদের সাথে কথা বলতে বাধ্য করা হয়, সেখানে চাকরী না করতে। আরো বলেছেন পুরুষ কলিগদের সাথে অবাধ মেলামেশা না করতে। মূলত নারীদের পর্দা করার উপরই জোর দিয়েছেন, কিন্তু চাকরী করা "হারাম" এরকম কিছু তো বলেননি।
দেওবন্দের ফতোয়া সাইট থেকে ফতোয়াটি এখানে দিয়ে দিচ্ছি (কৃতজ্ঞতা "আমারনী"কে ফতোয়ার লিঙ্কটি খুঁজে দেবার জন্য)ঃ
Question :Asalamu-Alikum: Can muslim women in india do Govt. or Pvt. Jobs? Shall their salary be Halal or Haram or Prohibited?
Answer: "It is unlawful for Muslim women to do job in government or private institutions where men and women work together and women have to talk with men frankly and without veil."
তবে কেন এরকম তথ্যের বিকৃতি? কোথা থেকে এই বিকৃত খবরটুকু ছড়ালো? আমরা না হয় অনলাইনে নানা পত্রিকা ঘেঁটে আসল খবর জানতে পারি, কিন্তু সারা দেশের হাজারো নারী-পুরুষ আছেন, যাদের কাছে ঐ পত্রিকার খবরটুকুই সম্বল, তারা কি এতে করে বিভ্রান্ত হবেন না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।