মেজাজ বিলা !
গতকাল ৫টা পিএসটিএন অপারেটর ল্যান্ডফোন কোম্পানীর লাইসেন্স বাতিল করে দেয়া হইল। কিন্তু বিদেশী বেনিয়াদের এই ব্যাপারে একচেটিয়া ছাড় দেয়া হচ্ছে। বেশ কয়েকজন ব্লগারকে দেখলাম এদের পক্ষে সাফাই ও গাইতে। তারা সরকারকে কি এক যন্ত্র কিনে দিয়েছে যাতে করে কেউ অবৈধভাবে ব্যাবসা করলে সরকার ধরতে পারে। কিন্তু এইখানে একটা শুভঙ্করের ফাকি আছে, যা উক্ত ব্লগারেরা হয় ইচ্ছে করে এড়িয়ে গেছেন নয়ত ধরতে পারেন নাই।
তথাকথিত যন্ত্রটি সব ধরতে পারবে, কিন্তু কেউ যদি E1 ব্যাবহার করে এই ব্যাবসা করেন তবে এই যন্ত্র তা ধরতে অক্ষম। আশা করছি, তাদের এই ফাকিবাজি ধরতে পেরেছেন। ভিও,আইপি লাইসেন্স উন্মুক্ত করে দেয়ার কথা থাকলে ও সরকারের কোন সদিচ্ছা এখন পর্যন্ত নাই। সব সরকারের একটা অংশ এই ধান্দা থেকে বিশাল অংকের অর্থ কামিয়েছেন। এই অর্থ সব সরকারের যুবরাজ হতে শুরু করে, মন্ত্রী, আমলা, প্রশাসন সবার কাছেই পৌছেছে।
এই সরকারের আমলে ও তার ব্যাতিক্রম হয়নি। তাই কদিন ঢাকঢোল পেটালে ও ঘুষের গুড় কমে যাওয়ার আশংকায় এই লাইসেন্স দেয়া হবে না। এই সেই বলে শুধু দিন পেছানো। হলে ও এই সরকারের একেবারে শেষের দিকে লাইসেন্স উন্মুক্ত করা হবে। সব শালার চাল্লু, খালি আমরা ম্যাংগো পিপলরাই ভোদাই রয়া গেলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।