মানুষ আমি আমার কেন পাখির মত মন....
সম্প্রতি বিটিসিএলের চেয়ারম্যান বলেছেন দেশের সবচেয়ে বড় স্মাগলিং হচ্ছে ভিওআইপি'র মাধ্যমে। সরকার বার বার বলেছে ভিওআইপি উম্মুক্ত হবে, এ সম্পর্কিত নীতিমালাও হয়েছে তারপরও ভিওআইপি উম্মুক্ত হয়নি। কেন? এতে কার লাভ হচ্ছে??
এ সম্পর্কে আগের একটি পোস্ট কপি পেস্ট করলাম।
ভিওআইপি কি দেশের জন্য ক্ষতিকর?
আমার প্রশ্ন হচ্ছে ভিওআইপি কি আসলেই দেশের জন্য ক্ষতিকর? কিভাবে?
একজন সৌদি প্রবাসীর কথা ধরি, সে হয়ত মাসে ৫০০ রিয়াল ফোনের পিছে খরচ করত এখন ভিওআইপি-র কল্যানে মাসে ১০০ রিয়াল ফোনের জন্য যথেষ্ঠ। অতএব তার ৪০০ রিয়াল বেচে যাচ্ছে। সেই ৪০০ রিয়াল তো রেমিটেন্স হিসেবে দেশে আসছে।
তাহলে তো ভিওআইপি দেশের জন্য লাভজনক হবার কথা। আমাদের গত কয়েকবছরের রেমিটেন্সের দিকে তাকালেই বুঝা যায়। এই বিপুল রেমিটেন্সে ভিওআইপি-র কি সমান্য অবদানও নেই?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।