আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তারেক



লন্ডনে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান টানা দেড় বছর পর যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বাধীন বিভিন্ন সিটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলেছেন। কুশলাদি বিনিময়ের পাশাপাশি খোঁজ-খবর নিয়েছেন দলের সাংগঠনিক অবস্থারও। তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর কোন মন্তব্য করেননি তিনি। যুবদলের সভাপতি সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলালকে লন্ডন আসতে না দেয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন তারেক। প্রবাসী নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান ঐক্যবদ্ধ থাকতে বলেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইমেজ উজ্জ্বল রাখতে প্রবাসী নেতা-কর্মী-সংগঠকদের নিরন্তর প্রয়াসের প্রশংসাও করেন তিনি। এ বৈঠকের সমন্বয় করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব কমরউদ্দিন। উল্লেখ্য যে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন দেশের বিএনপির নেতা-কর্মীরা গত দেড় বছরে অনেক চেষ্টা করেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য। কিন্তু তিনি সাক্ষাত দেননি। এমনকি টেলিফোনও ধরেননি।

৯ মে সর্বপ্রথম তিনি সে নিরবতা ভঙ্গ করলেও সিটি কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ মতবিনিময়ে বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর কোন মন্তব্য করেননি। তিনি শুধু শুনেছেন। সাক্ষাতপ্রার্থীদের দোয়াও চেয়েছেন তারেক রহমান। নিজের জন্যে এবং তার মায়ের জন্যে দোয়া করতে বলেছেন প্রবাসী নেতা-কর্মীদের। এ সময় নেতৃবৃন্দ তারেক রহমানের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন এবং আরোগ্য লাভের পর বাংলাদেশে ফিরে গিয়ে বিএনপির হাল ধরার অনুরোধ জানান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.