মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!
#
ছেলেটা বাদাম ছিলিত/ মেয়েটা বাদম গিলিত/ বাদাম হইল শেষ/ মেয়েটা নিরুদ্দেশ।
#
ধনধান্য/ পুষ্পে ভরা/ পুষ্প দিয়ে/ খাইছি ধরা।
#
শুনে হই/ মর্মাহত/ মেয়েটা/ বিবাহিত।
উপরের এ রকম আরো অনেক অনুকাব্যের ভক্ত আমি। আর অনুকাব্যের কথা বলতে গেলে যার কথা সবার আগে আসে, তিনি হচ্ছেন উক্ত অনুকাব্যগুলোর লেখক সাইদুজ্জামান রওশন।
ওনার লেখা এমন চার লাইনের অনেক অনুকাব্য আছে, সেগুলো পড়তে তো ভালো লাগেই, সাথে সাথে অন্যের কাছে বলতেও ভালো লাগে। আর বিষয়টি ভালো লাগে, সাইদুজ্জামান রওশনের একটি ব্যক্তিগত অনুকাব্যের ওয়েব সাইট পেয়ে।
সর্বশেষ আমরা কয়েকজন মিলে তৈরি করলাম সাইদুজ্জামান রওশনের একটি পেইসবুক পেইজ। সেখানে ওনার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। তাছাড়া প্রতিদিনই থাকছে একটি করে ওনার লেখা অনুকাব্য।
ওনার ওয়েব সাইট : http://www.anukabbo.com/
পেইসবুক পেইজ : Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।